করোনায় মৃত কনস্টেবল এর পরিবারের হাতে ডিএমপি কমিশনার এর দেওয়া আর্থিক অনুদান তুলে দিলেন এসপি - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

শনিবার, জুন ১৩, ২০২০

করোনায় মৃত কনস্টেবল এর পরিবারের হাতে ডিএমপি কমিশনার এর দেওয়া আর্থিক অনুদান তুলে দিলেন এসপি

 

সঞ্জিব দাস, ফরিদপুর থেকে :  

ঢাকা মেট্রোপলিটন পুলিশে কর্মরত কনস্টেবল/১২০১১ মোঃ আলমগীর হোসেন গত ৮জুন সোমবার করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু বরণ করেন ঢাকার রাজারবাগ পুলিশ হাসপাতালে। এরআগে তিনি দায়িত্বরত অবস্থায় আক্রান্ত হন করোনায়। এরপর তাকে ঢাকার রাজারবাগ পুলিশ হাসপাতালে ভর্তি করা হয়েছিলো। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।

শনিবার দুপুরে ফরিদপুরের পুলিশ সুপার কার্যারয়ে মোঃ আলমগীর হোসেন এর পরিবারের হাতে ডিএমপি কমিশনার মোহাঃ শফিকুল ইসলাম বিপিএম(বার) এর দেওয়া নগদ দুই লাখ টাকা আর্থিক অনুদান তুলে দেন ফরিদপুরের পুলিশ সুপার মোঃ আলিমুজ্জামান (বিপিএম সেবা)।

এসময় অতিরিক্তি পুলিশ সুপার মোঃ সাইফুজ্জামান, কনস্টেবল/১২০১১ মোঃ আলমগীর হোসেন এর স্ত্রী জেসমিন বেগম ও তার দুই পুত্র উপস্থিত ছিলেন।

এ বিষয়ে পুলিশ সুপার মোঃ আলিমুজ্জামান (বিপিএম সেবা) বলেন, কনস্টেবল মোঃ আলমগীর হোসেন গত ৮জুন সোমবার করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু বরণ করেন ঢাকার রাজারবাগ পুলিশ হাসপাতালে। তার মৃত্যুতে ডিএমপি কমিশনার মহোদয়ের দেওয়া দুই লক্ষ টাকা আর্থিক অনুদান তার পরিবারকে দেয়া হলো। এছাড়া রবিবার পুলিশ হেডর্কোয়াটাস থেকে আইজি মহোদয়ের দেওয়া আরো ৫ লাখ টাকা ও উপহার সামগ্রী তার পরিবারের সদস্যদের হাতে তুলে দেয়া হবে বলে তিনি জানান।

Post Top Ad

Responsive Ads Here