ফরিদপুরে ৮১৫টি মসজিদের ইমাম ও মুয়াজ্জিনদের মাঝে প্রধানমন্ত্রীর আর্থিক অনুদান প্রদান - সময় সংবাদ | Popular Bangla News Portal

শিরোনাম

Wednesday, June 03, 2020

ফরিদপুরে ৮১৫টি মসজিদের ইমাম ও মুয়াজ্জিনদের মাঝে প্রধানমন্ত্রীর আর্থিক অনুদান প্রদান


ফরিদপুর প্রতিনিধি :
করোনা ভাইরাসের সংক্রমণ পরিস্থিতিতে ফরিদপুরের সদর উপজেলার ৮১৫টি মসজিদের ইমাম ও মুয়াজ্জিনদের মাঝে প্রধানমন্ত্রীর আর্থিক অনুদান প্রদান করা হয়েছে।  


বুধবার দুপুরে শহরের বদরপুরে অবস্থিত আফসানা মঞ্জিলস্থ বাসভবনে এক অনুষ্ঠানের মাধ্যমে এ টাকা তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি সদর আসনের এমপি, আওয়ামীলীগের উপদেষ্টা মন্ডলীর অন্যতম সদস্য ইঞ্জিনিয়ার খন্দকার মোশারফ হোসেন।  


অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে এমপি বলেন, করোনা ভাইরোসের সংক্রমণ রোধে ইমাম-মোয়াজ্জিনদের বড় ভূমিকা রয়েছে। প্রতি ওয়াক্ত নামাজের পরে তারা মুসুল্লীদের উদ্দেশ্যে সচেতন বার্তা বলতে পারেন। যার মাধ্যমে সমাজের সকলের মাঝে সেটি পৌছে যাবে এবং সচেতনতা বোধ তৈরি হবে। 


ফরিদপুরের জেলা প্রশাসক অতুল সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার জামাল পাশা, জেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক ঝর্ণা হাসান, সদর উপজেলার চেয়ারম্যান আব্দুর রাজ্জাক মোল্যা, ইসলামী ফাউন্ডেশন ফরিদপুরের উপ-পরিচালক শেখ অকরামুল হক প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা মোঃ মাসুম রেজা।
 

এসময় জেলা যুবলীগের আহŸায়ক এএইচএম ফোয়াদ, শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বরকত ইবনে সালাম, ফরিদপুর প্রেসক্লাবের সভাপতি ইমতিয়াজ হাসান রুবেল উপস্থিত ছিলেন।


পরে এমপি উপস্থিত ইমাম ও মুয়াজ্জিনদের মাঝে অনুদানের টাকা বিতরণ করেন। সংশ্লিষ্ট সূত্র জানায়, সদর উপজেলার ৮১৫টি মসজিদের ইমাম ও মুয়াজ্জিনদের মাঝে এ অর্থ প্রদান করা হবে। প্রথম দিনে পৌর এলাকার ২৩৪ জনের মাঝে এ অনুদান দেয়া হয়। 

এতে ইমামদের ৩ হাজার টাকা আর মুয়াজ্জিনদের ২ হাজার টাকা দেয়া হবে। 

No comments: