চরভদ্রাসনে ইভটিজিংয়ের দায়ে এক যুবকের ৬ মাসের কারাদন্ড - সময় সংবাদ | Popular Bangla News Portal

শিরোনাম

Wednesday, June 03, 2020

চরভদ্রাসনে ইভটিজিংয়ের দায়ে এক যুবকের ৬ মাসের কারাদন্ড



চরভদ্রাসন  (ফরিদপুর) প্রতিনিধি:                                           
ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার সদর ইউনিয়নের বালিয়াডাঙ্গী হিন্দু গ্রামে ইভটিজিংয়ের দায়ে সেক ছামেদ (৩৫) নামে এক যুবককে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (৩ জুন) দুপুরের দিকে এ দণ্ডাদেশ দেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইমদাদুল হক তালুকদার।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, বুধবার দুপুর সাড়ে ১২ টার দিকে সেক ছামেদ সদর ইউনিয়নের বিএস ডাঙ্গী গ্রামের এক কিশোরীকে বাড়ি থেকে জোড়পূর্বক তুলে আনতে গেলে স্থানীয়রা তাকে হাতেনাতে আটক করে থানায় নিয়ে আসে।

পরে, দুপুরের দিকে নির্বাহী ম্যাজেষ্ট্রেট এর কার্যালয়ে ভ্রাম্যমান আদালত বসিয়ে অভিযুক্তকে ইভটিজিংয়ের অপরাধে দন্ডবিধি ১৮৬০ এর ৫০৯ ধারায় ছয় মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন ভ্রাম্যমাণ আদালত।

No comments: