প্রতিটি ইউপি সচিবের ইতিবাচক ভাবে কাজে করতে হবে - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

মঙ্গলবার, জুন ১৬, ২০২০

প্রতিটি ইউপি সচিবের ইতিবাচক ভাবে কাজে করতে হবে

ফরিদপুর প্রতিনিধি :
ফরিদপুরের জেলা প্রশাসক অতুল সরকার বলেছেন, একটি ইউনিয়নের হৃদপিন্ড হচ্ছে সেই ইউনিয়ন পরিষদের সচিব। দেহের হৃদপিন্ড যেমন ছান্দিক সংকোচনের মাধ্যমে রক্তনালীর ভেতর দিয়ে রক্ত সারা দেহে প্রবাহিত করে, তেমনি ইউনিয়নের সচিবও পুরো ইউনিয়নের কার্যক্রম করে থাকেন। রক্তের সরবরাহ ভাল না হলে, যেমন দেহ অসুস্থ-অচল হয়ে পড়ে। তেমনি ইউনিয়নের সচিব দায়িত্বে- কর্মে ভাল না হলে তার নেতিবাচক প্রভাব পড়ে পুরো ইউনিয়নে। একজন ইউপি সচিব যদি তার ওপর অর্পিত দায়িত্ব সুষ্ঠু ও যথাযথভাবে পালন করেন। তাহলে ওই ইউনিয়ন দ্রুত উন্নয়নের দিকে ধাবিত হয়।


তিনি অঅরও বলেন, অনেক ক্ষেত্রে অভিযোগ পাওয়া যায় ইউনিয়নের চেয়ারম্যানদের সচিবরা যথাযথ মূল্যায়ন করেন না। কোন কোন ক্ষেত্রে ইউপি সদস্যদেরও ম‚ল্যায়ন না করার অভিযোগ পাওয়া যায়। এটা কাম্য নয়।


ফরিদপুর জেলা প্রশাসনের স্থানীয় সরকার শাখার উদ্যোগে জেলাপ্রশাসকের কার্যালয়ের সম্মেলনে কক্ষে গতকাল সোমবার “পরিবেশ ও সামাজিক সুরক্ষা বিষয়ে” প্রশিক্ষণ কর্মশালায় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। দুইদিনের প্রশিক্ষণে জেলার সকল ইউনিয়ন পরিষদের সচিবরা অংশ নেন। প্রশিক্ষণে সহায়তা করে স্থানীয় সরকার বিভাগের এলজিএসপি-৩ প্রকল্প।


অনুষ্ঠানে জেলা প্রশাসক বলেন, ইউপি সচিব যত শক্তিশালী বা শিক্ষিত হোন না কেন, মনে রাখবেন, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও মেম্বররা জনপ্রতিনিধি। তাদের যথাযথ ম‚ল্যায়ন করতে হবে।


প্রশিক্ষণে সভাপতিত্ব করেন ফরিদপুর স্থানীয় সরকারের উপপরিচালক জনাব মো. মনিরুজ্জামান।

Post Top Ad

Responsive Ads Here