অনলাইনে জঙ্গি কার্যক্রম মনিটরিং করা হচ্ছে: র‍্যাব ডিজি - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

বৃহস্পতিবার, জুলাই ৩০, ২০২০

অনলাইনে জঙ্গি কার্যক্রম মনিটরিং করা হচ্ছে: র‍্যাব ডিজি


সময় সংবাদ ডেস্ক//
যেকোনো সন্ত্রাসী ও নাশকতামূলক কর্মকাণ্ড রুখতে আমরা সচেষ্ট রয়েছি বলে জানিয়েছেন র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) মহাপরিচালক (ডিজি) চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। তিনি বলেন, অনলাইনে জঙ্গি কার্যক্রম মনিটরিং করা হচ্ছে।

বৃহস্পতিবার বিকেলে রাজধানীর উত্তরার দিয়াবাড়ি অস্থায়ী কোরবানির পশুর হাট পরিদর্শন শেষে সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।

এ সময় র‌্যাব ডিজি বলেন, সারাদেশেই র‌্যাবের গোয়েন্দা নজরদারি রয়েছে। শুধু তাই নয় অনলাইনে জঙ্গি সংগঠনগুলোর কার্যক্রম মনিটরিং করা হচ্ছে। এ বিষয় আমাদের সতর্ক দৃষ্টি রয়েছে।

তিনি বলেন, নাশকতা ও হামলা মোকাবিলায় পর্যাপ্ত রিজার্ভ ফোর্স প্রস্তুত রাখা হয়েছে। দেশব্যাপী র‌্যাবের মোবাইল ফোর্স ও চেকপোস্ট স্থাপন করা হয়েছে। যেকোনো বড় ধরনের ইভেন্ট এলেই সব বিষয় বিবেচনায় রেখেই সর্বোচ্চ প্রস্তুতি নিয়ে থাকে র‌্যাব। এতে যেকোনো ধরনের পরিস্থিতি মোকাবিলা করা যায়।

সংবাদ সম্মেলনে দেশবাসীকে আশ্বস্ত করে চৌধুরী আব্দুল্লাহ আল মামুন বলেন, আপনারা সবাই পবিত্র ঈদুল আজহার নামাজ আদায় করতে আসুন। নির্ভয়ে ঈদের নামাজ আদায় করুন।



Post Top Ad

Responsive Ads Here