সময় সংবাদ ডেস্ক//
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে আট বছরের মেয়ের সামনেই রাশেদা আক্তার নামে এক প্রবাসীর স্ত্রীকে শ্বাসরোধে হত্যার অভিযোগ উঠেছে প্রতিবেশী যুবকের বিরুদ্ধে। এ ঘটনায় নজরুল ইসলাম নামে ওই যুবককে আটক করেছে পুলিশ।
বুধবার সকালে ওই উপজেলার চর-শিবপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত রাশেদা আক্তার ওই গ্রামের সৌদি আরব প্রবাসী মতিউর রহমানের স্ত্রী।
স্থানীয়রা জানায়, সকালে রাশেদার মেয়ে সাদিয়ার চিৎকারে প্রতিবেশীরা ছুটে গিয়ে বিছানায় রাশেদার মরদেহ দেখতে পায়। পরে খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে।
বাঞ্ছারামপুর মডেল থানার ওসি সালাহ উদ্দিন চৌধুরী জানান, ওই প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। ধারণা করা হচ্ছে- তাকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে এক যুবককে আটক করা হয়েছে।