মেহের আমজাদ,মেহেরপুর\\
সেহেরপুরের মুজিবনগরে ৩৬ বোতল ফেন্সিডিলসহ শহিদা বেগম (৪২) নামের এক মহিলা মাদক ব্যাসায়ীকে আটক করেছে মুজিবনগর থানা পুলিশ। গতকাল শনিবার দুপুর সাড়ে বারোটার দিকে মুজিবনগর উপজেলার মোনাখালি ইউনিয়নের রশিকপুর গ্রামের মজিদুল ইসলাম মজা’র বাড়িতে অভিযান চালিয়ে মহিলা মাদক ব্যাসায়ীকে আটক করা হয়। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে ওই মহিলা মাদক ব্যাসায়ী শহিদা বেগমের ছেলে শরিফুল পালিয়ে যায়। আটক শহিদা বেগম মুজিবনগর উপজেলার রশিকপুর গ্রামের খাঁ পাড়ার মজিদুল ইসলাম এর (মজা) স্ত্রী। মুজিবনগর থানা সূত্রে জানা গেছে, মহিলা মাদক ব্যাসায়ী শহিদা বেগম ফেন্সিডিল নিয়ে এসে নিজের বাড়িতে লুকিয়ে রেখেছে এমন গোপন সংবাদের ভিত্তিতে মুজিবনগর থানার অফিসার ইনচার্জ আব্দুল হাশেমের নেতৃত্বে এসআই মোমিনুর রহমান,এ.এস আই শাহিনউদ্দিন সহ সঙ্গীয় ফোর্স নিয়ে মহিলা মাদক ব্যাসায়ীর বাড়িতে অভিযান চালায়। অভিযান চলাকালীন সময়ে বসত বাড়ির ঘরে তল্লাশী করা হয়। এ সময় তল্লাশী করে ঘরের ভিতর কাঠের সোকেচের ভিতর বস্তার মধ্যে ফেন্সিডিল দেখতে পাওয়া যায়। পরে ফেন্সিডিলসহ শহিদা বেগমকে হাতেনাতে আটক করে থানায় নিয়ে আসা হয়। এ বিষয়ে মুজিবনগর থানার অফিসার ইনচার্জ আব্দুল হাশেম জানান, গোপন সংবাদের ভিত্তিতে আসামীর বাড়িতে অভিযান চালানো হয়। আসামীর বাড়ি থেকে ৩৬ বোতল ফেন্সিডিলসহ শহিদা বেগম নামের এক মহিলাকে আটক করা হয়েছে। তার নামে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দিয়ে আদালতে প্রেরনের প্রক্রিয়া চলছে এবং পালাতক তার ছেলেকে আটক করার জন্য চেষ্টা চলছে।