মেহের আমজাদ,মেহেরপুর //
মেহেরপুর পৌরসভার উদ্যোগে চলমান করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে সুবিধা বঞ্চিত অসহায় ও দুস্থ পরিবারের মাঝে ৩য দিনের মত ১৫ কেজি করে প্রধানমন্ত্রীর ত্রাণের চাল বিতরণ করা হয়েছে। এ নিয়ে মেহেরপুর পৌরসভার উদ্দ্যোগে মোট ৪ হাজার ১শত ৮০ টি সুবিধা বঞ্চিত অসহায় ও দুস্থ পরিবারের মাঝে ১৫ কেজি করে চাল বিতরণের কাজ সম্পন্ন হয়েছে। গতকাল শনিবার সকাল সাড়ে ৯টার দিকে মেহেরপুর পৌরসভার মেয়র মাহফুজুর রহমান রিটন উপস্থিত থেকে এ দিন মেহেরপুর পৌরসভার ৭,৮ ও ৯ নম্বর ওয়ার্ডের সুবিধা বঞ্চিত অসহায় ও দুস্থ ১২শ ৭৪ টি পরিবারের মাঝে নিজ হাতে প্রধানমন্ত্রীর ত্রাণ বিতরণ করেন। এ সময় মেহেরপুর পৌরসভার ৭,৮ ও ৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ও পৌরসভার অন্যান্য কর্মকর্তাগণ সেখানে উপস্থিত ছিলেন।