ফরিদপুরের ভাঙ্গায় একটি কবুতর চুরি ! - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

রবিবার, জুলাই ২৬, ২০২০

ফরিদপুরের ভাঙ্গায় একটি কবুতর চুরি !


 

ফরিদপুর প্রতিনিধি :: 

এবার গ্রামের মাতুব্বরের ছেলে কবুতর চুরি করতে গিয়ে ধরা পড়ার লজ্জায় চুরির ঘটনা ভিন্নখাতে প্রবাহিত করতে ক্ষতিগ্রস্থ পরিবারসহ গ্রামের প্রতিবেশীদের ফাঁসাতে থানায় উল্টো অভিযোগ দায়ের করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। 

আর চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে ফরিদপুরের ভাঙ্গা পৌর এলাকার চন্ডিদাসদী গ্রামে। এঘটনায় তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে ওই গ্রামে। এলাকার নারী পুরুষের অভিযোগ কবুতর চুরির ঘটনাটি ধামাচাপা দিতেই ক্ষতিগ্রস্থ কবুতর ব্যবসায়ী শাহজাহানসহ গ্রামের ৬ প্রতিবেশীকে ফাঁসানোর জন্য থানায় অভিযোগ করা হয়েছে। তাদের দাবী সঠিকভাবে তদন্ত করলে বেড়িয়ে আসবে আসল ঘটনা। 


ক্ষতিগ্রস্থ শাহজাহান ব্যাপারী পরিবার ও স্থানীয় গ্রামবাসীরা জানায়, অসহায় দিনমজুর শাহজাহান ব্যাপারী। তিনি জীবন জীবিকা নির্বাহে পরিবারের ভরণপোষণ করতে কবুতর খামার তৈরি করেন। ব্যবসা তার মন্দ যাচ্ছিল না। কিন্ত প্রায় রাতে কে বা কারা কবুতর ঘরে চুরি করতে হামলা করে। ধাওয়া করলে পালিয়ে যায় চোরের দল। এরপরেও কবুতর ঘরে কয়েকবার চুরির ঘটনায় নিরুপায় হয়ে তিনি এবং তার পরিবার রাত জেগে পালাক্রমে পাহারা দেন কবুতর ঘরের।
কিন্তু চোর ধরতে গিয়ে এবার ঘটেছে উল্টো ঘটনা। গ্রামের মাতুব্বরের ছেলে প্রতিবেশী মাহিমসহ কয়েক যুবক রাতের আঁধারে তার কবুতর খামারের ঘরে চুরি করতে আসে। ঘটনাটি আঁচ করতে পেরে শাজাহান ব্যাপারীসহ গ্রামের প্রতিবেশীরা চোরেদেরকে ধাওয়া করে। এসময় চোরের দল ভয়ে পালিয়ে গিয়ে বাড়ির আঙিনায় কচুক্ষেতে গিয়ে পালায়। ক্ষুব্দ হয়ে গ্রামের লোকজন রাতের আঁধারে কচুক্ষেতে লাঠিশঠা দিয়ে আঘাত করলে চেচিয়ে উঠে মাতুব্বরের ছেলে মাহিম কিন্ত রাতের আঁধারে পালিয়ে যায় তার সহযোগীরা। 

এসময় মাহিম শারীরিকভাবে আঘাত পাওয়ায় দ্রুত তাকে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠায় প্রতিবেশীরা। কিন্তু যুবক আহত হওয়ার ঘটনায় পরের দিন ভাঙ্গা থানায় অভিযোগ করেন মাহিমের পরিবার। এখবর এলাকায় ছড়িয়ে পড়লে সাধারণ মানুষের মাঝে মিশ্র প্রতিক্রিয়া দেখা দেয়। ঘটনার সঠিক তদন্ত করে প্রকৃত অপরাধীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করার জন্য পুলিশের ঊর্ধ্বতন মহলের কাছে জোর দাবী জানিয়েছেন।  


এব্যাপারে ক্ষতিগ্রস্থ শাহজাহান ব্যাপারী সাংবাদিকদের জানায়, আমি দারিদ্র লোক দিনমুজুর ও কবুতর বিক্রি করে আমার সংসার চালাই। গত ১৯ জুলাই রোববার রাতে আমার ৩২ হাজার টাকা দামের ১৩টি কবুতর একদল চোরেরা চুরি করে নিয়ে যায়। এরপর আমি রাতে পাহারা দিতে থাকি। বৃহস্পতিবার দিবাগত রাতে তিন জন চোর কবুতর চুরি করতে আসে। আমিসহ বাড়ির লোকজন চোর চোর বলে ধাওয়া করলে চোরেরা দৌড়ে পালাতে চেষ্টা করে। এরপর গ্রামবাসী কচুর মধ্যে লুকিয়ে থাকা গ্রামের বাবুল মাতুববারের পুত্র মাহিম (১৮)কে ধরে ফেলে এবং মারধর করে। বাকি ২জন চোর পালিয়ে যায়। বিষয়টি জানাজানি হলে মাহিমের বাবা উল্টো আমাকেসহ পরিবারের ৩ জন ও পাশ্ববর্তি সোনাখোলা গ্রামে নিরহ হেমায়েত শিকারী, এমরান শিকারী, রুবেল শিকারী, শামীম শিকারী ও সোহেল শিকারী সহ ৬ জনকে আসামী করে একটি অভিযোগ দায়ের করেছে। গ্রামবাসীদের নামে মিথ্যা অভিযোগ দেওয়া দেওয়ায় ক্ষোভ ও প্রতিবাদ করছি। 


তবে এই বিষয়ে বাবুল মাতুব্বরের পরিবারের সাথে যোগাযোগ করা হলে ঘটনাটি সাংবাদিকদের কাছে গ্রাম্য শ্রুততা বলে উল্লেখ করে এর বেশী তারা কিছু জানাতে অপারগতা প্রকাশ করেন।


এব্যাপারে ভাঙ্গা থানার অফিসার ইনচার্জ মোঃ শফিকুর রহমান জানান, এ ঘটনায় একটি অভিযোগ পেয়েছি। তদন্ত পুর্বক আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি সাংবাদিকদের জানান।

Post Top Ad

Responsive Ads Here