বোয়ালমারীতে গৃহবধূ সংগীতার রহস্যজনক মৃত্যু - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

রবিবার, জুলাই ২৬, ২০২০

বোয়ালমারীতে গৃহবধূ সংগীতার রহস্যজনক মৃত্যু


ফরিদপুর প্রতিনিধি  :
ফরিদপুরের বোয়ালমারী পৌরসদরে এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে বোয়ালমারী থানা পুলিশ। এদিকে নিহত গৃহবধূটির পরিবারের দাবি তাকে হত্যা করা হয়েছে।


আত্মহত্যাকারী গৃহবধূর নাম সংগীতা ভৌমিক সম্পা। সাত মাস আগে বোয়ালমারীর সাতৈর ইউনিয়নের শেরাপুর গ্রামের বিমল বিশ্বাসের ছেলে বিকাশ বিশ্বাসের সাথে তার বিয়ে হয়। শ্বশুরের চাকুরীর সুবাদে তারা বোয়ালমারী বাজারে ভাড়া বাড়ীতে বসবাস করতো।

সংগীতা ও বিকাশের মধ্যে দীর্ঘদিন প্রেমের সম্পর্ক ছিল। গত ২ বছর আগে ফরিদপুরে তাদের আদালতে বিয়ে হলেও সে বিয়ে তখন মেনে নেয়নি শ্বশুরবাড়ীর কেউ। নানা টানাপোড়ন শেষে সাত মাস আগে আনুষ্ঠানিকভাবে তাদের পুনঃবিবাহ হয়। 

সংগীতার মা অনিতা রানী বসক জানান, বিয়ের পর থেকেই সংগীতার উপর নানা ভাবে অত্যাচার করে আসছে বিকাশের পরিবার। এমন কী তাকে খাবার পর্যন্ত দেওয়া হতো না।
 

শনিবার দিবাগত গভীর রাতে তাকে হত্যা করে ফাঁস লাগিয়ে তাদের শোবার ঘরের পাশে তার ননদের রুমের আড়ার সাথে ঝুলিয়ে রেখে আত্মহত্যা বলে চালিয়ে দেবার চেষ্ঠা করছে তারা। এটা পরিকল্পিত হত্যাকান্ড আমি হত্যাকারীদের ফাঁসি চাই।

তবে বিমল বিশ্বাষ বলেন – স্বামী-স্ত্রীর মধ্যে কোন বিরোধ ছিল না। তবে সপ্তাহ খানেক আগে ভ্রু ফ্লাগ করা নিয়ে সংগীতাকে তার শ্বাশুরী বেশ কিছু কথা বলে। সংগীতা গত রাতে তার পরিবারের কাছে নালিশ দিলে তারাও এ ব্যপারে তাকে রাগারাগি করে। আর এই অভিমানেই হয়তো সে আত্মহত্যা করেছে।

বোয়ালমারীর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আমিনুর রহমান জানান – খবর পেয়ে পুলিশ বসতঘরের আড়ার সাথে গলায় রশি নিয়ে সংগীতার ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে।


মৃতদেহের সুরতাহাল করে ময়নাতদন্তের জন্য ফরিদপুর মর্গে পাঠানো হচ্ছে। ময়না তদন্ত প্রতিবেদন পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। জিজ্ঞাসাবাদের জন্য সংগীতার স্বামীকে থানায় আনা হয়েছে ।

Post Top Ad

Responsive Ads Here