ফরিদপুরের বানভাসীদের মাঝে কবি আলিম আল রাজি আজাদ এর ত্রাণ সামগ্রী বিতরন - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

রবিবার, জুলাই ২৬, ২০২০

ফরিদপুরের বানভাসীদের মাঝে কবি আলিম আল রাজি আজাদ এর ত্রাণ সামগ্রী বিতরন


 

ফরিদপুর প্রতিনিধি ।।
ফরিদপুরের মানবতার ফেরিওয়ালা খ্যাত কবি আলিম আল রাজি আজাদ শনিবার দুপুরে বন্যায় অধিক ক্ষতিগ্রস্থ্ ফরিদপুর সদর উপজেলার আলিয়াবাদ ইউনিয়নের সাদীপুর বেড়ীবাধ ও সাদীপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় এলাকায় বানভাসী মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরন করেছেন। " Rotary club of Metropolitan Dhaka" - এর সহযোগিতায় ফরিদপুরের সাদিপুর  এলাকার সর্বমোট ৭৪ টি পরিবারের মাঝে জরুরি ত্রাণ সামগ্রী বিতরণ করেন তিনি। প্রতিটি পরিবারকে ১০ কেজি চাল, ২ কেজি আলু, ১ কেজি ডাল, ১ লিটার সয়াবিন তেল, ১ বক্স স্যালাইন বিতরণ করা হয়।


এসময় কবি আলিম আল রাজি আজাদ বলেন, ফরিদপুরের ঐতিহ্যবাহি পরিবারের কৃতি সন্তান শ্রদ্ধেয়া কাজি আজমেরী আপার ঐকান্তিক প্রচেষ্টার মাধ্যমে  Rotary club of Metropolitan Dhaka" - এর সহযোগিতায় বন্যা কবলিত এলাকার মানুষের দুঃখ দুর্দশা লাঘবে তাদের পাশে সাহায্যের হাত বাড়িয়ে দেবার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। একই সাথে আজাদ বানভাসী মানুষের পাশে দাড়াঁতে সমাজের সকল শ্রেণীর মানুষ কে আহবান জানান।

Post Top Ad

Responsive Ads Here