অক্সফোর্ডের করোনা ভ্যাকসিনের দাম কত হবে জানালো সেরাম ইনস্টিটিউট - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

বৃহস্পতিবার, জুলাই ২৩, ২০২০

অক্সফোর্ডের করোনা ভ্যাকসিনের দাম কত হবে জানালো সেরাম ইনস্টিটিউট


সময় সংবাদ ডেস্ক//
চলতি বছরের মধ্যেই সম্ভাব্য করোনাভাইরাসের ভ্যাকসিনের ৩০-৪০ লাখ ডোজ তৈরির আশ্বাস দিয়েছে সেরাম ইন্সটিউটি অফ ইন্ডিয়া (এসআইই)। একইসঙ্গে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় এবং অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিনের দামও সাধ্যের মধ্যে রাখা হবে বলে জানিয়েছে সংস্থাটি।

ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস’র এক প্রতিবেদন থেকে জানা গেছে, ভারতের সবচেয়ে বড় ভ্যাকসিন প্রস্তুতকারী সংস্থা সেরাম ইন্সটিউটি অফ ইন্ডিয়ার প্রধান নির্বাহী আদর পুনাওয়ালা জানিয়েছেন, বুস্টার-সহ টিকার দুটি ডোজেই কাজ হবে বলে প্রাথমিকভাবে বলে মনে করা হচ্ছে। এখনো দাম নিয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত না হলেও সাধ্যের মধ্যে সেই প্রতিষেধকের দাম রাখার পরিকল্পনা করছে সেরাম।

পুনাওয়ালা আরো বলেন, আমরা একেবারে কম দামে এটা দেব। টিকার দাম এক হাজার টাকা বা তার কম রাখা হবে। তার মতে, কোনো ভারতীয় বা অন্য দেশের কোনো মানুষকে কিনতে হবে না, কারণ সেদেশের সরকার তা কিনে নেবে এবং বিনামূল্যে দেবে।

তিনি আরো জানান, করোনার টিকা তৈরি করে মুনাফা করতে চায় না সিরাম। এটা অত্যন্ত সহজলভ্য হবে বলেও জানান তিনি।

সংস্থাটির আশা, আগামী বছরের প্রথম তিন মাসের মধ্যেই জনসংখ্যার বড় অংশের কাছে করোনার টিকা পৌঁছে যাবে এবং সবকিছু ঠিকঠাক থাকলে জুনের মধ্যে বাজারে এসে যাবে কোভিশিল্ড।


Post Top Ad

Responsive Ads Here