আশুলিয়ায় দুই জঙ্গি আটক - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

বুধবার, জুলাই ২৯, ২০২০

আশুলিয়ায় দুই জঙ্গি আটক


সময় সংবাদ ডেস্ক//
ঢাকার সাভারের আশুলিয়া থেকে সোমবার রাতে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের দুই সদস্যকে আটক করেছে র‌্যাব। এ সময় তাদের কাছ থেকে বিভিন্ন উগ্রবাদী বই, লিফলেট ও সদস্য অন্তর্ভুক্তি ফরম উদ্ধার করা হয়। 

মঙ্গলবার রাতে র‌্যাব ওই দুই জঙ্গির বিরুদ্ধে মামলা করে আশুলিয়ায় থানায় হস্তান্তর করে। বুধবার দুপুরে আশুলিয়া থানা থেকে তাদের আদালতে পাঠানো হয়।

গ্রেফতাররা হলেন-ময়মনসিংহের সদর থানা পুরোহিত পাড়া গ্রামের আবুল হাসানের ছেলে আবদুর রহমান, নেত্রকোনা জেলার পূর্বধোলা থানার হোগলা গ্রামের আবদুল কুদ্দুসের ছেলে মো. শাহাদাৎ। তারা দুইজনই ময়মনসিংহ দারুল উলুম হক্কানিয়া কওমী  মাদরাসার শিক্ষক। 

এ ঘটনায় রাকিব নামে আরো একজনকে মামলার আসামি করা হয়েছে। সে পলাতক রয়েছে।

এ বিষয়ে র‌্যাব-১ এর এএসপি সালাউদ্দিন হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে গত সোমবার রাত ১১টার দিকে আশুলিয়ার জিরাবো বাসস্ট্যান্ড এলাকার একটি হোটেলের সামনে থেকে তাদের দুইজনকে আটক করা হয়। তারা আনসার আল ইসলামের সক্রিয় সদস্য। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তারা অন্য জেলা এখানে সাংগঠনিক কার্যক্রমের জন্য এসেছিল। তবে কি ধরনের সাংগঠনিক কাজ বা কাদের কাছে এসেছিল, তা তদন্ত সাপেক্ষে গোপন রাখা হয়েছে।


Post Top Ad

Responsive Ads Here