সময় সংবাদ ডেস্ক//
ভারতীয় ক্রিকেটে অধিনায়ক হিসেবে কিংবন্তির কাতারে চলে গেছেন মহেন্দ্র সিং ধোনি। তার জায়গায় বিরাট কোহলি দলের নেতৃত্ব পেলেও রোহিত শর্মাকে পরবর্তী ধোনি বলে মনে করেন সুরেশ রায়না।
ভারতকে ওয়ানডে বিশ্বকাপ থেকে শুরু করে টি-টোয়েন্টি বিশ্বকাপ, চ্যাম্পিয়ন্স ট্রফি- সবই জিতিয়েছেন ধোনি। তাই ‘ক্যাপ্টেন কুল’ খ্যাত ধোনিকে ভারতের সর্বকালের সেরা অধিনায়কও বলা হয়ে থাকে। অন্যদিকে জাতীয় দলের নিয়মিত অধিনায়ক বিরাট কোহলির অনুপস্থিতিতে নেতৃত্ব দিয়ে থাকেন রোহিত। তবে রোহিতের সাফল্যের পাল্লা বেশ ভারি।
ভারতকে এখন পর্যন্ত ১০ ওয়ানডেতে নেতৃত্ব দিয়েছেন রোহিত। এর মাঝে আট ম্যাচেই জয়ের দেখা পেয়েছেন এই ওপেনার। এছাড়া ডানহাতি এই ব্যাটসম্যানের অধীনে ২০টি টি-টোয়েন্টির মধ্যে ভারত জিতেছে ১৬ ম্যাচে।
সম্প্রতি এক অনুষ্ঠানে রায়না বলেন, আমি রোহিতের ব্যাপারে বলব, সে ভারতীয় ক্রিকেটের পরবর্তী ধোনি। আমি তাকে অনেকবার নেতৃত্ব দিতে দেখেছি। সে অসম্ভব শান্ত স্বভাবের। রোহিত অন্যদের কথা শুনতে পছন্দ করে এবং খেলোয়াড়দের আত্মবিশ্বাস জোগাতে পারে।
রায়না আরো বলেন, রোহিতের বড় গুণ সে সামনে থেকে নেতৃত্ব দিতে পছন্দ করে। যখন একজন অধিনায়ক সামনে থেকে দলকে নেতৃত্ব দেয়, একইসঙ্গে ড্রেসিংরুমের পরিবেশ ঠিক রাখে তখন আসলে বেশি কিছু লাগে না।
এছাড়া আইপিএলের ইতিহাসে সফলতম অধিনায়ক রোহিত। মুম্বাই ইন্ডিয়ান্সকে এখন পর্যন্ত চারটি শিরোপা জিতিয়েছেন তিনি। অন্যদিকে ধোনি চেন্নাই সুপার কিংসকে তিনটি শিরোপা জিতিয়েছেন।
ভারতীয় অফস্পিনিং অলরাউন্ডার নিজের অভিজ্ঞতার ব্যাপারে বলেন, আমি রোহিতকে কাছ থেকে দেখেছি। যখন আমরা বাংলাদেশে এশিয়া কাপ জিতে যাই, আমি কিন্তু তার অধীনেই খেলেছিলাম। তখন আমি দেখেছি শার্দুল ঠাকুর, ওয়াশিংটন সুন্দর বা যুজবেন্দ্র চাহালদের মতো তরুণ ক্রিকেটারদের সে কিভাবে আত্মবিশ্বাসী করে তোলে।