মেহের আমজাদ,মেহেরপুর //
ইসলামী আন্দোলন বাংলাদেশ মেহেরপুর জেলা শাখার পক্ষ থেকে মাস্ক বিতরণ করা হয়েছে। করোনা ভাইরাসের প্রাদুর্ভাব রোধে গতকাল মঙ্গলবার দুপুর সাড়ে ১২ টার দিকে মেহেরপুর হোটেল বাজার মোড়ে ইসলামী আন্দোলন মেহেরপুর জেলা শাখার পক্ষ থেকে মাস্ক বিতরণ করা হয়। মাস্ক বিতরণ কর্মসূচিতে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ মেহেরপুর জেলা শাখার সভাপতি খাদেমুল ইসলাম, অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা ইসলামী আন্দোলনের সাধারণ সম্পাদক মুফতি আবুবক্কর সিদ্দিক, মুজিবনগর থানা শাখার সভাপতি কাজল ইসলাম, মেহেরপুর জেলা ইসলামী আন্দোলনের অর্থ সম্পাদক রুহুল আমিন, শ্রমিক আন্দোলনের সভাপতি মনিরুজ্জামান টিটো, মেহেরপুর জেলা ছাত্র আন্দোলনের সাধারণ সম্পাদক মাসুম বিল্লা প্রমুখ।