কাউখালী প্রতিনিধি//
স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৫তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস-২০২০ যথাযোগ্য মার্যাদায় উদযাপন উপলক্ষে পিরোজপুরের কাউখালী উপজেলা প্রশাসন এর উদ্যোগে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। সোমাবার সকালে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার মোছা. খালেদা খাতুন রেখা-এর সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কাউখালী উপজেলা পরিষদ চেয়ারম্যান আবু সাঈদ মিঞা, ভাইস চেয়ারম্যান মৃদুল আহম্মেদ সুমন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি এডভোকেট আব্দুস শহিদ, সহ-সভাপতি সুনীল কুন্ডু, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান তালুকদার পল্টন, যুগ্ম সাধারণ সম্পাদক কামরুজ্জামান মিঠু, ওসি মোঃ নজরুল ইসলাম, ইউপি চেয়ারম্যান আমিনুর রশীদ মিল্টন, ইউপি চেয়ারম্যান মাহমুদ খান খোকন, ইউপি চেয়ারম্যান সিকদার মোঃ দেলোয়ার হোসেন, ইউপি চেয়ারম্যান এলিজা সাঈদ, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক বাবলু জমাদ্দার, লাইকুজ্জামান মিন্টু তালুকদার, কাউখালী প্রেসক্লাব সভাপতি তারিকুল ইসলাম পান্নু, সাধারণ সম্পাদক সৈয়দ বশির আহম্মেদ সহ মুক্তিযোদ্ধা, উপজেলার বিভিন্ন দপ্তর ও শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগন এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ।
সভায় বঙ্গবন্ধুর প্রতিকৃতি মাল্যদান, সীমিত পরিসরে আলোচনা সভা, শিক্ষার্থীদের রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও ধর্মীয় প্রতিষ্ঠানে বিশেষ দোয়া এবং প্রার্থনা সহ স্বাস্থ্যবিধি মেনে জাতীয় শোক দিবস উদযাপনের সিদ্বান্ত গৃহিত হয়।