মেহের আমজাদ,মেহেরপুর//
মুজিবনগর উপজেলা নির্বাহী অফিসার উসমান গনিকে বিদায় সংবর্ধনা দিয়েছে মুজিবনগর উপজেলা পরিষদ ও মুজিবনগর অফিসার্স ক্লাব। গতকাল সোমবার বেলা সাড়ে ১১ টার দিকে মুজিবনগর পর্যটন মোটেলে এ সংবর্ধনা জানানো হয়। অফিসার্স ক্লাবের সহ-সভাপতি, উপজেলা কৃষি অফিসার আনিসুজ্জামান খানের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিদায়ী অতিথি মুজিবনগর উপজেলা নির্বাহী অফিসার উসমান গনি। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা খাতুন, মুজিবনগর থানার অফিসার ইনচার্জ আব্দুল হাশেম,উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও মহাজনপুর ইউপি চেয়ারম্যান আমাম হোসেন মিলু, মোনাখালী ইউপি চেয়ারম্যান মফিজুর রহমান,দারিয়াপুর ইউপি চেয়ারম্যান তৌফিকুল বারী বকুল,অফিসার্স ক্লাবের সাধারন সম্পাদক উপজেলা সমাজসেবা অফিসার আব্দুর রব। উপজেলা তথ্য সেবা কর্মকর্তা তানিয়া খন্দকারের সঞ্চলনায় বক্তব্য রাখেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা বিপ্লব কুমার কুন্ডু প্রমুখ। সংবর্ধনা অনুষ্ঠানে উপজেলা অফিসার্স ক্লাবের পক্ষ থেকে উপজেলা নির্বাহী অফিসারকে সম্মাননা স্মারক ক্রেষ্ট প্রদান করা হয়। এবং মুক্তিযোদ্ধা ও চেয়ারম্যানদের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছাসহ উপহার সামগ্রী দেওয়া হয়।