মেহের আমজাদ,মেহেরপুর//
মেহেরপুর জেলা পরিষদের উদ্যোগে ১৮ জন প্রশিক্ষিত, দুঃস্থ ও অসহায় মহিলার মাঝে সেলাইমেশিন বিতরণ করা হয়েছে। গতকাল সোমবার বেলা ১২ টার দিকে জেলা পরিষদের হলরুমে এসব সেলাই মেশিন বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মেহেরপুর জেলা পরিষদের চেয়ারম্যান ও সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব গোলাম রসুল। এ সময় জেলা পরিষদের সদস্য আব্দুল কুদ্দুস, ইমতিয়াজ হোসেন মিরন, উপ সহকারী প্রকৌশলী সুবল চন্দ্র মন্ডল, মেহেরপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আলামিন হোসেন, উচ্চমান অফিস সহকারি জাহিদ ইকবাল, অফিস সহকারি শাহীন ইকবাল প্রমুখ উপস্থিত ছিলেন।