সময় সংবাদ ডেস্ক//
মহামারি করোনাভাইরাসের তাণ্ডবে বিপর্যয় নেমে এসেছে পুরো বিশ্বে। ভ্যাকসিন কবে আসছে? এই প্রশ্ন এখন সবার মুখে। তবে ভ্যাকসিন আসার আগেই এর কার্যকারিতা নিয়ে কথা বললেন অ্যান্টোনিও ফাউসি।
তিনি বলেন, করোনা ভ্যাকসিনের ৯৮ শতাংশ নয় বরং এর ৫০ শতাংশ কাজ করলেই আমরা এই মহামারি প্রতিরোধ করতে পারবো।
সম্প্রতি ব্রাউন ইউনিভার্সিটি অব পাবলিক হেলথের সঙ্গে প্রশ্নোত্তর পর্বে ফাউসি বলেন- এখন আমাদের এমন কিছু পদক্ষেপ করতে হবে, যাতে এই মহামারি কিছুটা হলেও রুখে দেয়া সম্ভব হয়।
আমেরিকার এফডিএ জানিয়েছে, মানবদেহের পক্ষে সম্পূর্ণ নিরাপদ প্রতিষেধক এবং যেটা অন্তত ৫০% কার্যকর হবে, তার ওপরে তারা জোর দিচ্ছে।
করোনা প্রতিষেধক তৈরির প্রক্রিয়ার শেষ পর্যায়ে পৌঁছে গেছে নোভাভ্যাক্স, মডারনা, অ্যাস্ট্রাজেনেকার মতো বড় মাপের ওষুধ প্রস্তুতকারী সংস্থাগুলি। গত জুলাইয়ের শেষে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছিলেন, দু’সপ্তাহ পরে করোনা মোকাবিলায় ভাল খবর দিতে চলেছেন। তবে সব কিছু ঠিকঠাক থাকলে চলতি বছরের শেষে বা আগামী বছরের শুরুতে ভ্যাকসিন আসতে পারে বলে মনে করা হচ্ছে।