দক্ষিণ কোরিয়ায় বন্যায় ৩০ জনের মৃত্যু - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

রবিবার, আগস্ট ০৯, ২০২০

দক্ষিণ কোরিয়ায় বন্যায় ৩০ জনের মৃত্যু


সময় সংবাদ ডেস্ক//
দক্ষিণ কোরিয়ায় ভারী বৃষ্টিপাত ও বন্যায় অন্তত ৩০ জনের মৃত্যু হয়েছে। এছাড়া এখন পর্যন্ত নিখোঁজ রয়েছে আরো ১২ জন।

স্বরাষ্ট্র ও নিরাপত্তা মন্ত্রণালয় জানিয়েছে, দেশের দক্ষিণাঞ্চলে বৃষ্টিপাত বাড়ায় রোববার আরো ছয় হাজারের বেশি মানুষকে সরিয়ে নেয়া হয়েছে। এখনো নিখোঁজ রয়েছেন ১১ জন।

সাউথ জিওল্লা প্রদেশের কর্মকর্তারা জানিয়েছেন, সিওমজিন নদীর তীরবর্তী বাঁধের ১০০ মিটার ধ্বসে পড়েছে এবং ওই এলাকা প্লাবিত হয়েছে। এতে ১১টি প্রদেশ ও এলাকার পাঁচ হাজার নয়শ'র বেশি মানুষ তাদের বাড়ি-ঘর ছেড়ে যেতে বাধ্য হয়েছে। এর মধ্যে প্রায় ৪ হাজার ৬শ জন অস্থায়ী আশ্রয়কেন্দ্রে আশ্রয় নিয়েছে।

বৃষ্টি-বন্যায় প্রায় ৯ হাজার তিনশ হেক্টর কৃষি জমির ফসল নষ্ট হয়েছে। এছাড়া রাস্তাঘাটের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

শুক্রবার সাউথ জিওল্লা প্রদেশের গোকসিওং গ্রামের পেছনে থাকা একটি পর্বতে ভূমিধসে মাটির নিচে চাপা পড়েছে পাঁচটি বাড়ি। এতে পাঁচ জনের মৃত্যু হয়েছে। ঘটনাস্থল থেকে তিন জনকে উদ্ধার করা হয়েছে।

দক্ষিণ কোরিয়ার বন বিভাগ হুঁশিয়ারি দিয়ে বলেছে, কেবল পর্যটন দ্বীপ জেজু ছাড়া দেশের প্রত্যেকটি অঞ্চলে উচ্চমাত্রার ভূমিধস হতে পারে।

উল্লেখ্য, দক্ষিণ কোরিয়ার বিভিন্ন এলাকায় গত ৪৬ দিন ধরে বৃষ্টি হচ্ছে। গত সাত বছরের মধ্যে যা সর্বোচ্চ।

Post Top Ad

Responsive Ads Here