বিশেষ বিমানে ঢাকায় আনা হল করোনা আক্রান্ত এমপি মনসুরকে - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

সোমবার, আগস্ট ২৪, ২০২০

বিশেষ বিমানে ঢাকায় আনা হল করোনা আক্রান্ত এমপি মনসুরকে

সময় সংবাদ ডেস্ক//
রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) আসনের করোনা আক্রান্ত এমপি ডা. মনসুর রহমানকে ঢাকায় আনা হয়েছে। ঢাকায় তাকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ভর্তি করা হয়েছে। এমপি মনসুর রহমানের ব্যক্তিগত সহকারী শফিকুল ইসলাম তরফদার বিষয়টি নিশ্চিত করেছেন। 

তিনি জানান, সোমবার (২৪ আগস্ট) সকাল ১০টার দিকে এমপি মনসুর রহমানকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতাল থেকে রাজশাহীর হযরত শাহ মখদুম (র.) বিমানবন্দরে নিয়ে যাওয়া হয়। এরপর বিমানবাহিনীর একটি বিশেষ বিমানে তাকে ঢাকায় আনা হয়। ঢাকায় নামার পর দুপুর ১২টার দিকে তাকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের একটি কেবিনে ভর্তি করা হয়েছে।

এর আগে গত শনিবার রাজশাহী মেডিকেল কলেজের ল্যাবে নমুনা পরীক্ষায় এমপি মনসুরের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়। পরদিন রবিবার তাকে রামেক হাসপাতালে ভর্তি করা হয়।

শফিক তরফদার জানান, এমপি ডা. মনসুর রহমানের ডায়াবেটিকের সমস্যা আছে। এছাড়া অন্য কোন সমস্যা নেই। তিনি শারীরিকভাবে ভালো আছেন। তার পরিবারের কোন সদস্যও করোনায় আক্রান্ত হননি।

Post Top Ad

Responsive Ads Here