পুলিশের সঙ্গে পিএসজি'র সমর্থকদের সংঘর্ষ - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

সোমবার, আগস্ট ২৪, ২০২০

পুলিশের সঙ্গে পিএসজি'র সমর্থকদের সংঘর্ষ

সময় সংবাদ ডেস্ক//
চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে ফরাসি ক্লাব প্যারিস সেন্ট জার্মেইকে (পিএসজি) ১-০ গোলের ব্যবধানে হারিয়ে ষষ্ঠবারের মতো চ্যাম্পিয়ন্স ট্রফি ঘরে তুলে নিয়েছে জার্মান জায়ান্ট বায়ার্ন মিউনিখ। রবিবার রাতের ফাইনাল শেষে মাঠের সবুজ ঘাসেই কান্নায় ভেঙে পড়েন পিএসজি তারকা নেইমার। হৃদয় ভাঙে সমর্থকদের। ভক্তরাও হয়ে পড়েন হতাশ।

আর হারের হতাশা থেকে ম্যাচ শেষের পরপরই দাঙ্গা পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়েন পিএসজি সমর্থকরা। উন্মাতাল সমর্থকরা গাড়ি ভাংচুর, অগ্নিসংযোগ করেন। এছাড়া বিভিন্ন স্থাপনায় আগুন ধরিয়ে দেন। পুলিশ তাদের আটকানোর চেষ্টা করে। পরবর্তীতে লাঠিচার্জ করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এক পর্যায়ে টিয়ারশেল ছুঁড়ে পুলিশ। এতে হতাহতের ঘটনা ঘটে।

এদিকে ফ্রান্সের মন্ত্রী পরিস্থিতি নিয়ন্ত্রণে না আসা পর্যন্ত সবাইকে শান্ত থাকার আহ্বান করেছেন। তার ভাষ্যে, ‘মনের প্রশান্তি দিয়ে স্মরণীয় মুহূর্ত উপভোগ করা শ্রেয়। নিজেকে না হলেও নিজের কোচকে অনুসরণ করতে হবে। নিজেকে বাঁচাও, অন্যকে বাঁচাও। তোমাদের পিএসজি তোমাদেরই থাকবে।’


Post Top Ad

Responsive Ads Here