মায়ের আবেদনে ৩৫ দিন পর কবর থেকে তোলা হলো ছেলের লাশ - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

সোমবার, আগস্ট ২৪, ২০২০

মায়ের আবেদনে ৩৫ দিন পর কবর থেকে তোলা হলো ছেলের লাশ


সময় সংবাদ ডেস্ক//
প্রেমিকার ভাইদের নির্যাতনে মৃত্যু হয় কুমিল্লার দেবিদ্বারের কলেজছাত্র মুহিনের। পরিকল্পিত হত্যাকাণ্ড দাবি করে ছেলের লাশ কবর থেকে তুলে ময়নাতদন্তের আবেদন জানিয়েছিলেন মুহিনের মা। এবার সেই আবেদনে সাড়া দিল আদালত।

এক মাস পাঁচদিন পর কবর থেকে তোলা হলো ওই উপজেলার রাজামেহার ইউপির চুলাশ গ্রামের বাসিন্দা মুহিনের লাশ। এর আগে ১৮ জুলাই প্রেমিকা রিয়ার দুই ভাইয়ের নির্যাতনে মৃত্যু হয় তার।

রোববার দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু বকর সরকারের উপস্থিতিতে লাশ কবর থেকে তোলা হয়। ওই সময় উপস্থিত ছিলেন দেবিদ্বার থানার এসআই মো. আবদুস সালামসহ পুলিশের একটি টিম।

১৮ জুলাই রাতে একই ইউপির মরিচা গ্রামের স্কুলছাত্রী রিয়া মনির সঙ্গে প্রেমের সম্পর্কের জেরে তার দুই ভাই মেহেদি ও জামাল বাড়ির পাশে ডেকে নিয়ে নির্যাতন করে মুহিনকে। এতে ঘটনাস্থলে মৃত্যু হয় তার। এটি পরিকল্পিত হত্যাকাণ্ড দাবি করে ২৯ জুলাই কুমিল্লা আদালতে রিয়াসহ চারজনের বিরুদ্ধে মামলা করে মুহিনের পরিবার। এরই পরিপ্রেক্ষিতে কবর থেকে লাশ তুলে ময়নাতদন্তের নির্দেশ দেয় আদালত।

Post Top Ad

Responsive Ads Here