আফগানিস্তানে বোমা বিস্ফোরণে নিহত ৭ - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

সোমবার, আগস্ট ২৪, ২০২০

আফগানিস্তানে বোমা বিস্ফোরণে নিহত ৭

সময় সংবাদ ডেস্ক//
আফগানিস্তানে বোমা বিস্ফোরণে অন্তত ৭ জন নিহত হয়েছেন। এর মধ্যে তিন নারী, দুই শিশু ও দুইজন পুরুষ ছিলেন। আহত হয়েছেন বেশ কয়েকজন। দেশটিতে যখন তালেবান ও সরকারের মধ্যে শান্তি আলোচনা শুরুর আগে এ ঘটনা ঘটলো।

রোববার দেশটির পূর্বাঞ্চলীয় গজনি প্রদেশে রাস্তার পাশে পুঁতে রাখা বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। -খবর আল জাজিরার।

আফগান প্রদেশীয় গভর্নরের মুখপাত্র ওয়াহিদুল্লাহ জুমাজাদা জানিয়েছেন, ভুক্তভোগীদের গাড়িটি রাস্তার পাশে পুঁতে রাখা বোমার সংস্পর্শে আসতেই প্রচণ্ড বিস্ফোরণ ঘটে। এতে গাড়ির সাত আরোহীই নিহত হয়েছেন।

গত জুলাইয়ে জাতিসংঘের দেয়া তথ্যমতে, চলতি বছরের প্রথম ছয় মাসে আফগানিস্তানে সহিংসতায় প্রাণ হারিয়েছেন অন্তত ১ হাজার ২৮২ জন, আহত হয়েছেন শত শত মানুষ। হতাহত বেসামরিক নাগরিকদের মধ্যে প্রায় ৪০ শতাংশই নারী ও শিশু।

একদল কয়েদিকে মুক্তি দেয়ার বিষয়ে মতবিরোধের জেরে সম্প্রতি আফগান সরকার-তালেবান শান্তি আলোচনা এক প্রকার স্থবির হয়ে পড়েছে। এসব কয়েদির মধ্যে আফগানিস্তানে ঘটে যাওয়া সবচেয়ে প্রাণঘাতী হামলাগুলোর সঙ্গে জড়িতরাও রয়েছেন।



Post Top Ad

Responsive Ads Here