মেহের আমজাদ,মেহেরপুর //
মেহেরপুরে মোটরসাইকেল ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে আহত হালিমের মৃত্যু হয়েছে । গতকাল মঙ্গলবার রাত সাড়ে ৯ টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। গতকাল মঙ্গলবার বেলা ১২ টার দিকে একাদশ শ্রেণিতে ভর্তির আবেদন করতে মেহেরপুর আসার সময় মেহেরপুর সদর উপজেলার খন্দকার পাড়া নামক স্থানে অটো ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত হয় হালিম। আহত অবস্থায় তাকে প্রথমে মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করার পর তার অবস্থার অবনতি হলে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়। নিহত হালিম মেহেরপুর সদর উপজেলার কোলা গ্রামের জাব্বারুল এর ছেলে।

