মেহের আমজাদ,মেহেরপুর//
মেহেরপুর সদর উপজেলার গোপালপুরে বিট পুলিশিং কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। মেহেরপুরের পুলিশ সুপার এস.এম মুরাদ আলি ফিতা কেটে এবং বেলুন ও কবুতর উড়িয়ে বিট পুলিশিং কার্যক্রম এর উদ্বোধন ঘোষণা করেন। মেহেরপুর সদর থানার আয়োজনে এ উপলক্ষে সেখানে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। সদর থানার ওসি শাহ দারা খান এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পুলিশ সুপার এস.এম মুরাদ আলি। মেহেরপুর জেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহবায়ক মতিউর রহমান মতি ও সাংস্কৃতিক কর্মী ফাতেমা ফারজানা নির্জনার সঞ্চালনায় গতকাল মঙ্গলবার উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার জামিরুল ইসলাম,পিরোজপুর ইউপি চেয়ারম্যান আব্দুস সামাদ বাবলু বিশ্বাস, জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক অ্যাডঃ ইব্রাহীম শাহীন, আমঝুপি ইউনিয়নের চেয়ারম্যান বোরহান উদ্দিন আহমেদ চুন্নু,আমদহ ইউনিয়নের চেয়ারম্যান আনারুল ইসলাম,বুড়িপোতা ইউনিয়নের চেয়ারম্যান মোঃ শাহজামান প্রমুখ। এর আগে পুলিশ সুপার ফিতা কেটে বিট পুলিশিং অফিসের উদ্বোধন করেন এবং শান্তির প্রতীক কবুতর উড়ান এবং বেলুন উড়িয়ে বিট পুলিশিং কার্যক্রম এর আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন।