সময় সংবাদ ডেস্ক//
টাঙ্গাইলে বাসের ধাক্কায় অটোরিকশার চার যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো দুইজন।
শুক্রবার দুপুরে রাবনা বাইপাস এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত চারজন একই পরিবারের সদস্য। তারা হলেন- ভূঞাপুররে গাবসারা ইউপির ভদ্রশিমুল দক্ষিণপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আল-আমিন, তার স্ত্রী একই স্কুলের সহকারী শিক্ষক শিউলী খাতুন, আল আমিনের বাবা মো. সোহরাব আলী, মা সালেহা বেগম। এ সময় শিক্ষক আল-আমিনের বোন হাজেরা বেগম ও অটোচালক ফেরদৌস তরফদার আহত হন।
হাইওয়ে পুলিশের এলেঙ্গা ফাঁড়ির এসআই মতিউর রহমান জানান, ভূঞাপুর থেকে শিক্ষক আল-আমিন পরিবার নিয়ে টাঙ্গাইল শহরে যাচ্ছলেন। বাইপাসের রাবনা মোড় থেকে শহরে ঢোকার পথে সৈকত পরিবহনের একটি বাস তাদের অটোরিকশাকে চাপা দেয়। এতে অটোচালকসহ ছয়জন আহত হন। স্থানীয়রা তাদের টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখানে প্রথমে শিউলি খাতুনের মৃত্যু হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেয়ার সময় মারা যান আল আমিন, সোহরাব আলী ও সালেহা বেগম।
এসআই মতিউর আরো জানান, বাসটিকে উদ্ধার করা হয়েছে। তবে চালক পালিয়ে গেছে।
শিক্ষক আল-আমিনের ভাই নজরুল ইসলাম জানান, তার মা সালেহা বেগমকে ডাক্তার দেখানোর জন্য পরিবারের সদস্যরা টাঙ্গাইল শহরে যাচ্ছিলেন। দুপুরে তার ভাইয়ের মোবাইল থেকে এক পুলিশ সদস্য প্রথমে দুর্ঘটনার খবর জানান। খবর পেয়ে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে গিয়ে তিনি সবার মরদেহ দেখতে পান নজরুল।

