হাওরে ডুবে কলেজ শিক্ষকের মৃত্যু, ভাই নিখোঁজ - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

রবিবার, আগস্ট ০৯, ২০২০

হাওরে ডুবে কলেজ শিক্ষকের মৃত্যু, ভাই নিখোঁজ


সময় সংবাদ ডেস্ক//
কিশোরগঞ্জে হাওরে নেমে টাঙ্গাইলের এক কলেজ শিক্ষকের মৃত্যু হয়েছে। একই সময়ে তার এক ভাই নিখোঁজ হয়েছেন। শনিবার করিমগঞ্জ উপজেলায় এ ঘটনা ঘটে।

মৃত হাদিউল ইসলাম রুবেল টাঙ্গাইলের সখিপুর আবাসিক মহিলা কলেজের প্রভাষক ছিলেন।

নিখোঁজ রয়েছেন রুবেলেল চাচাতো ভাই কলেজছাত্র সৌরভ। তাদের বাড়ি কিশোরগঞ্জের কটিয়াদি উপজেলার চরপুক্ষিয়া গ্রামে।

করিমগঞ্জ থানার ওসি মমিনুল ইসলাম জানান, শনিবার সকালে করিমঞ্জের বালিখলা থেকে নৌকায় ইটনা, মিঠামইন ও অষ্টগ্রাম উপজেলায় ঘুরতে যান হাদিউল ইসলাম রুবেল, তার চাচাতো ভাই সৌরভ এবং সৌরভের ভাই স্কুলছাত্র শোভন।

বিকেল ৫টার দিকে পানিতে নেমে গোসল করার সময় প্রবল স্রোতে তিনজনই তলিয়ে যান। এ সময় উপস্থিত অন্য দর্শনার্থীরা শোভনকে উদ্ধার করে। এর আধঘণ্টা পর প্রভাষক হাদিউল ইসলাম রুবেলের মরদেহ উদ্ধার করা হয়। নিখোঁজ সৌরভকে উদ্ধারে অভিযান চলছে বলে জানিয়েছেন ওসি।


Post Top Ad

Responsive Ads Here