সুশান্তের ডায়েরির ছেঁড়া পাতা প্রকাশ্যে, তাতে লেখা... - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

রবিবার, আগস্ট ০৯, ২০২০

সুশান্তের ডায়েরির ছেঁড়া পাতা প্রকাশ্যে, তাতে লেখা...


সময় সংবাদ ডেস্ক//
সুশান্তের ডায়েরির কিছু পৃষ্ঠা নাকি ছেড়া। এমনটাই দাবি তার পরিবারের। কে ছিঁড়ল পাতা? কেনই বা ছেঁড়া হলো? এসব বিতর্কের মাঝেই সংবাদমাধ্যম ‘ইন্ডিয়া টুডে’-কে দেয়া এক একান্ত সাক্ষাৎকারে তার ডায়েরির একটি পাতা প্রকাশ্যে এনেছেন রিয়া। 

তাতে ইংরেজিতে লেখা রয়েছে বেশ কয়েকটি লাইন। রিয়ার দাবি, হাতের লেখাটি সুশান্ত সিংহ রাজপুতেরই।

রুল টানা ওই পাতায় প্রথমেই বড় বড় করে লেখা রয়েছে ‘গ্র্যাটিটউড লিস্ট’। তাতে এক দুই তিন করে মোট ছ’টি পয়েন্ট। প্রথম লাইনে লেখা, আমি আমার জীবনের জন্য কৃতজ্ঞ। আমার জীবনে বেবু আসার জন্য আমি কৃতজ্ঞ। স্যারের কাছে আমি কৃতজ্ঞ। লিল্লু এসেছে আমার জীবনে, সে জন্য আমি কৃতজ্ঞ। ম্যামের জন্যও আমি কৃতজ্ঞ। ফাজ (সুশান্তের পোষ্য) আমার জীবনে রয়েছে, আমি কৃতজ্ঞ। এক জীবনে এত ভালবাসা পেয়ে জীবনের কাছেই আমি কৃতজ্ঞ।

রিয়ার দাবি- ওই পৃষ্ঠায় বেবু, লিল্লু বলে যাদের নাম নেওয়া হয়েছে তারা আদপে তিনি (বেবু) এবং তার ভাই সৌভিক (লিল্লু)। স্যার এবং ম্যাম বলতে রিয়ার বাবা-মা’কেই বুঝিয়েছেন রিয়া। এমনটাই দাবি তার। সুশান্তের ব্যক্তিগত জিনিস বলতে শুধুমাত্র ‘ছিছোড়ে’ লেখা এক সিপার (পানির বোতল) রয়েছে তার কাছে, সংবাদমাধ্যমটিকে এমনই জানিয়েছেন রিয়া। 

যদিও সুশান্তের ডায়েরির ছেঁড়া পৃষ্ঠা সম্পর্কে এর আগে সুশান্তের বন্ধু সিদ্ধার্থ পিঠানি পুলিশকে জানিয়েছিলেন, কোনো লেখা পছন্দ না হলে ডায়েরির পাতা ছিড়ে ফেলতেন সুশান্ত।

অন্যদিকে সংবাদ সংস্থা এএনআই সূত্রে জানা যাচ্ছে, শুক্রবার টানা ৯ ঘণ্টা ইডি-র অফিসে রিয়াকে জেরা করার পর আজ ডাকা হয়েছে তার ভাই সৌভিককে। সিবিআই এবং সুশান্তের বাবার করা এফআইআরে নাম রয়েছে সৌভিকের। পাশাপাশি, শনিবার হরিয়ানার মুখ্যমন্ত্রী মনোহর লাল খট্টর সুশান্তের পরিবারের সঙ্গে দেখা করেছেন। খুব দ্রুত ন্যায়বিচার পাবেন সুশান্ত, আশ্বাস দিয়েছেন খট্টর।



Post Top Ad

Responsive Ads Here