সময় সংবাদ ডেস্ক//
পাকিস্তানের বিপক্ষে সিরিজের তৃতীয় ও শেষ টেস্টে নিজেদের প্রথম ইনিংসে রানের পাহাড় গড়েছে ইংল্যান্ড। মূলত জ্যাক ক্রলি ও জস বাটলারের পঞ্চম উইকেটে রেকর্ড ৩৫৯ রানের জুটির কল্যাণে বড় সংগ্রহ পেয়েছে স্বাগতিকরা। তবে মাত্র এক রানের জন্য পঞ্চম উইকেট জুটিতে বাংলাদেশের সাকিব আল হাসান ও মুশফিকুর রহিমকে টপকে যেতে পারেননি তারা।
শুক্রবার শুরু হওয়া এই ম্যাচে টস জিতে স্বাগতিকদের আগে ব্যাটিং করতে আমন্ত্রণ জানায় পাকিস্তান। শুরুতে মাত্র ১২৭ রানেই ৪ উইকেট হারিয়ে বিপাকে পড়ে ইংল্যান্ড। তবে এরপরই শুরু হয় ক্রলি ও বাটলারের ম্যারাথন জুটি। দুজনে ১০৫.২ ওভার ব্যাটিং করে সেখান থেকে স্কোরবোর্ডে যোগ করেন ৩৫৯ রান।
ইংল্যান্ডের টেস্ট ইতিহাসে পঞ্চম উইকেট জুটিতে এটাই সর্বোচ্চ রানের জুটি। ক্রলি ও বাটলার ভেঙেছেন ভারতের বিপক্ষে ১৯৭৩ সালে টনি গ্রেইগ ও কেইথ ফ্লেচারের করা ২৫৪ রানের জুটির রেকর্ড।
নিজ দেশে রেকর্ড গড়লেও মাত্র ১ রানের জন্য সাকিব ও মুশফিকের পঞ্চম উইকেট জুটির রেকর্ড ভাঙতে পারেননি দুই ইংলিশ ব্যাটসম্যান। ২০১৭ সালের জানুয়ারিতে নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়েলিংটন টেস্টের পঞ্চম উইকেট জুটিতে ঠিক ৩৫৯ রান যোগ করেছিলেন সাকিব ও মুশফিক।
দুই টাইগারের জুটিটি বিদেশের মাটিতে হওয়ায় রেকর্ডবুকে ক্রলি ও বাটলারের ঠিক ওপরে থাকছেন তারা। তবে এই দুজন আর এক রান যোগ করলেই দৃশ্যপট অন্যরকম হতো।
অবশ্য ক্রিকেট ইতিহাসে পঞ্চম উইকেটে সর্বোচ্চ রানের দিক থেকে সাকিব-মুশফিক কিংবা ক্রলি-বাটলারের চেয়ে এগিয়ে আছে আরো তিনটি জুটি। সর্বোচ্চ জুটি ৪০৫ রানের। ১৯৪৬ সালের ডিসেম্বরে সিডনি টেস্টে ইংল্যান্ডের বিপক্ষে পঞ্চম উইকেট জুটিতে এই জুটি গড়েছিলেন অস্ট্রেলিয়ার দুই ব্যাটসম্যান সিড বার্নস ও স্যার ডন ব্র্যাডম্যান।
তালিকার দুইয়ে আছে ১৯৯৭ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে গ্রেগ ব্লিওয়েট ও স্টিভ ওয়াহ’র ৩৮৫ রানের জুটি। অস্ট্রেলিয়ার বিপক্ষে ২০০১ সালে রাহুল দ্রাবিড় ও ভিভিএস লক্ষ্মণের মহাকাব্যিক ৩৭৬ রানের জুটি রয়েছে তালিকার তিনে।

