সময় সংবাদ ডেস্ক//
সঙ্কটাপন্ন পরিস্থিতির মধ্যেই ৩ নভেম্বর যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হতে যাচ্ছে প্রেসিডেন্ট নির্বাচন। আর সেই নির্বাচনের আগের দিন পৃথিবীতে আসতে যাচ্ছে আরেক বিপদ। পৃথিবীর দিকে ধেয়ে আসছে একটি গ্রহাণু। আমেরিকার মহাকাশ গবেষণা সংস্থা ‘নাসা’ এই তথ্য দিয়েছে।
নাসার বরাত দিয়ে সিএনএন জানিয়েছে, ধেয়ে আসা ওই গ্রহাণুর ব্যাস ০.০০২ কি.মি বা প্রায় ৬.৫ ফুট। তবে ধেয়ে আসা এই গ্রহাণু পৃথিবীতে গভীর কোনো প্রভাব ফেলবে না।
নাসা বলছে তিনটি সম্ভাব্য প্রভাব রয়েছে, তবে ১২.৯৬৮ দিনব্যাপী ২১টি পর্যবেক্ষণের ভিত্তিতে সংস্থাটি জলন্ত গ্রহাণুটিকে নির্ধারণ করেছে। তবে এর কোনো গভীর প্রভাব পড়বে না।
নাসার দেয়া তথ্যানুযায়ী গ্রহাণুটি আমেরিকায় আঘাত হানার সম্ভাবনা মাত্র ০.৪১% ।

