ট্রাম্প মিথ্যাবাদী ও নিষ্ঠুর, দাবি বোনের - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

রবিবার, আগস্ট ২৩, ২০২০

ট্রাম্প মিথ্যাবাদী ও নিষ্ঠুর, দাবি বোনের


সময় সংবাদ ডেস্ক//
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে মিথ্যাবাদী, নীতিহীন ও নিষ্ঠুর বলে মন্তব্য করেছেন তার বড় বোন ম্যারিঅ্যান ট্রাম্প ব্যারি। শনিবার মার্কিন সংবাদমাধ্যম ওয়াশিংটন পোস্ট একটি গোপন রেকর্ডিং প্রকাশ করে । সেখানেই ট্রাম্পের বোনকে এমনটি বলতে শোনা যায়।

মার্কিন সংবাদমাধ্যম ওয়াশিংটন পোস্টের খবরে জানা গেছে, গোপন এই রেকর্ডটি গোপনে ধারণ করেছেন ট্রাম্পের ভাগ্নি ম্যারি ট্রাম্প। রেকর্ডটি ২০১৮-১৯ সালে রেকর্ড করেন তিনি। গত মাসে একটি বই প্রকাশ করেন ম্যারি ট্রাম্প। সেখানে ট্রাম্পকে নিয়ে বিস্ফোরক কিছু তথ্য দেন ম্যারি। সম্প্রতি মারা যাওয়া ট্রাম্পের ছোট ভাই রবার্ট ট্রাম্প তার ভাগ্নি ম্যারি ট্রাম্পের লেখা বইয়ের প্রকাশনা বন্ধে আদালতের শরণাপন্ন হয়েছিলেন। তবে রবার্ট ট্রাম্প বইটির প্রকাশনা বন্ধে ব্যর্থ হন।

জানা গেছে, বইটি প্রকাশ হওয়ার দিনেই প্রায় সাড়ে নয় হাজার কপি বিক্রি হয়েছিল।

প্রেসিডেন্ট নির্বাচনের আগে ট্রাম্পকে নিয়ে এবার তারই সবচেয়ে কাছের লোক সমালোচকের ভূমিকায় এলেন। বিশেষ করে অভিবাসন নীতি নিয়ে ভাইয়ের ওপর চটেছেন ব্যারি। ওই নীতির কারণে সীমান্তে বাবা-মার কাছ থেকে বিচ্ছিন্ন করা হয়েছে শিশুদের এবং পাঠানো হয়েছে আটক কেন্দ্রে।

ওয়াশিংটন পোস্টের প্রচারিত ওই রেকর্ডিংয়ে ব্যারি বলেছেন, ওর (ট্রাম্প) কোনো নীতি নেই। একদমই নেই।

৭৪ বছর বয়সী ব্যারি বলেন, ওর (ট্রাম্প) যতসব ফালতু টুইট আর মিথ্যাচার, হায় ঈশ্বর। খুব বেশি সরাসরি হয়তো বলে ফেলেছি কথাগুলো... ওর কথার ঠিক নেই। প্রস্তুতির অভাব রয়েছে। মিথ্যাচার তো আছেই।

জানা গেছে, বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে ট্রাম্প টাকা দিয়ে অন্যকে পরীক্ষায় বসান, এমন দাবি ছিল ম্যারির বইয়ে। রেকর্ডিংয়েও ব্যারির মুখে তা শোনা গেলো, সে পেনসিলভানিয়া ইউনিভার্সিটিতে ভর্তি হতে পেরেছে কারণ সে অন্য কাউকে দিয়ে পরীক্ষায় পাস করেছিল।

এদিকে ট্রাম্পের বিরুদ্ধে তার বোনের এমন মন্তব্য নিয়ে হোয়াইট হাউজের পক্ষ থেকে এখনো কিছু বলা হয়নি।



Post Top Ad

Responsive Ads Here