মেহের আমজাদ,মেহেরপুর//
মেহেরপুর জেলায় নতুন করে ২১ জন করোনা ভাইরাস (কোভিড-১৯) রোগী শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় কোভিড রোগীর সংখ্যা বেড়ে বর্তমানে ১০৯। গতকাল রবিবার রাতে জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়, নতুন শনাক্ত ব্যক্তিদের মধ্যে মেহেরপুর সদর উপজেলার ১১ জন, গাংনীতে ৯জন ও মুজিবনগরে ১ জন রয়েছেন। জেলায় এ পর্যন্ত ২৭৮ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এর মধ্যে মারা গেছেন ৭ জন। আর সুস্থ হয়েছেন ১৪১ জন। মেহেরপুর সিভিল সার্জন ডাঃ নাসির উদ্দিন জানান, করোনা ভাইরাস সন্দেহে পরীক্ষার জন্য যে নমুনা পাঠানো হয়েছিল তার মধ্যে আরো ৪০ জনের রিপোর্ট এসেছে যার মধ্যে ২২ টি পজিটিভ । এর মধ্যে নতুন ২১টি এবং পুরাতন ১টি ও বাকি ১৮ জনের নেগেটিভ রিপোর্ট। নতুন পজিটিভ গুলো মধ্যে মেহেরপুর সদর উপজেলার ১১টি, গাংনী উপজেলায় ৯ এবং মুজিবনগরে উপজেলার ১ টি । এ সকল রিপোর্ট কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতাল থেকে দেওয়া হয় ।

