মেহের আমজাদ,মেহেরপুর //
মুজিবনগরের ১৬৮জন বীর মুক্তিযোদ্ধাকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়েছে। গতকাল রবিবার দুপুরে মজিবনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা উসমান গনি’র অফিস কার্যালয়ে সম্মাননা ক্রেষ্ট প্রদান করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা উসমান গনি’র সভাপতিত্বে ক্রেষ্ট প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুজিবনগর উপজেলা সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল জলিল,বীর মুক্তিযোদ্ধা আহসান হাবিব, হারুনুর রশিদ, লুৎফর সহ উপজেলার মুক্তিযোদ্ধাগন। উল্লেখ্য, মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে চলতি বছরের ২৬ মার্চ উপলক্ষে মুক্তিযোদ্ধাদের জন্য তৈরিকৃত সম্মাননা ক্রেষ্ট করোনার কারনে প্রদান করা না হওয়ায় গতকাল রবিবার ওই সকল সম্মাননা ক্রেষ্ট প্রদান করা হয়।

