মেহেরপুর জেলার কর্মকর্তা-কর্মচারীদের কর্মদক্ষতা পুরস্কার প্রদান - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

সোমবার, আগস্ট ১০, ২০২০

মেহেরপুর জেলার কর্মকর্তা-কর্মচারীদের কর্মদক্ষতা পুরস্কার প্রদান

মেহের আমজাদ,মেহেরপুর//
মেহেরপুর জেলার কর্মকর্তা-কর্মচারীদের মাঝে কর্মদক্ষতা পুরস্কার প্রদান করা হয়েছে। গতকাল রবিবার দুপুরে মেহেরপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলার কর্মকর্তা-কর্মচারীদের মাঝে কর্মদক্ষতা পুরস্কার প্রদান করা হয়। জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন এমপি ভিডিও কনফারেন্সের মাধ্যমে কর্মদক্ষতা পুরস্কার প্রদানের উদ্বোধন করেন। জেলা প্রশাসক ড. মুহাম্মদ মুনসুর আলম খানের সভাপতিত্বে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে অন্যদের মধ্যে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আবু সাঈদ, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মৃধা মোঃ মুজাহিদুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদুল আলম, মুজিবনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা উসমান গনি, সহকারী কমিশনার (ভূমি) মোঃ মাইন উদ্দিন প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন।

Post Top Ad

Responsive Ads Here