স্বাস্থ্যবিধি মেনে এবার পুজা উদযাপন করা হবে- ড. যশোদা জীবন দেবনাথ সিআইপি - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

শনিবার, আগস্ট ২২, ২০২০

স্বাস্থ্যবিধি মেনে এবার পুজা উদযাপন করা হবে- ড. যশোদা জীবন দেবনাথ সিআইপি

 

ফরিদপুর প্রতিনিধি :
বাংলাদেশ পুজা উদযাপন পরিষদের ফরিদপুর জেলা কমিটির সভাপতি ড. যশোদা জীবন দেবনাথ সিআইপি বলেছেন আজীবন মানুষের সেবায় কাজ করে যেতে চাই। ছোট জায়গায় কাজ করেছি আজ বড় জায়গায় এসেছি, তাই মানুষের দু:খ কষ্ট অনুভব করতে পারি। মানুষের দু:খ কষ্ট আমাকে কাঁদায়, হৃদয়ের টানেই মানুষের জন্যে কাজ করি, আগামীতেও করবো।

ফরিদপুরে কর্মরত বিভিন্ন প্রিন্ট, অনলাইন ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সংবাদকর্মীদের সাথে ভার্চুয়াল মিটিংয়ে এসব প্রত্যয় ব্যক্ত করেন। শনিবার বেলা সাড়ে এগারোটা থেকে এ সভা শুরু হয়। এতে অন্তত ২১ জন সংবাদকর্মী অংশ নেন। ড. যশোদা জীবন দেবনাথ টেকনো মিডিয়া লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক, বেঙ্গল ব্যাংকের পরিচালক এবং বাংলাদেশ পুজা উদযাপন পরিষদের ফরিদপুর জেলা কমিটির নব নির্বাচিত সভাপতি।

বাংলাদেশ পুজা উদযাপন পরিষদ, ফরিদপুর জেলা কমিটি প্রসঙ্গে তিনি বলেন, দীর্ঘ ১২ বছর আগে জেলা কমিটির মেয়াদ উত্তীর্ণ হলেও নতুন কমিটি করা হয়নি। এমন অচলাবস্থার সময় আমি দ্বায়িত্ব নিয়ে “স্বর্গরথ” নামে একটি গাড়ি প্রদান করবো আগামী ২৮ আগষ্ট, এরই মধ্যে জেলা কমিটির অফিস নিয়েছি। আগামীতে আরো লক্ষ্যনীয় উন্নয়ন করতে চেষ্টা করবো। 

এদিকে পুজা উদযাপন পরিষদের আরেকটি কমিটি ঘোষনা প্রসঙ্গে তিনি বলেন, আমাদের কমিটি কেন্দ্র অনুমোদিত, কিন্তু ওই কমিটি কেন্দ্র অনুমোদিত নয়। পুজা উদযাপন প্রসঙ্গে তিনি বলেন, এ বছর স্বাস্থ্যবিধি মেনে পুজা উদযাপন করা হবে। এবং বন্যা কবলিত এলাকায় পুজা উদযাপনে বিশেষ ব্যবস্থা নেয়া হবে। এসময় তিনি পরিছন্নতার কাজে নিয়োজিত মানুষের জন্য এক লক্ষ টাকা দেওয়ার ঘোষনা দেন। তিনি জানান, ফরিদপুর সাম্প্রদায়িক সম্প্রতির নজীর স্থাপন করেছে অনেকবার, আগামীতেও এ ধারা বজায় রাখতে ভুমিকা রাখবো

Post Top Ad

Responsive Ads Here