পাকিস্তানের বেলুচিস্তানে বোমা বিস্ফোরণে নিহত ৬ - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

মঙ্গলবার, আগস্ট ১১, ২০২০

পাকিস্তানের বেলুচিস্তানে বোমা বিস্ফোরণে নিহত ৬


সময় সংবাদ ডেস্ক//
পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে বোমা বিস্ফোরণে ছয়জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো ২০ জন।

সোমবার দেশটির আফগান সীমান্তের কাছের বেলুচিস্তান প্রদেশের চমন মল রোডে এ ঘটনা ঘটে। প্রাদেশিক পুলিশের সহকারী কমিশনার জাকাউল্লাহ দুররানি এ তথ্য নিশ্চিত করেছেন।  

প্রাদেশিক পুলিশ কর্তা মোহাম্মদ মোহসিন বলেন, দৃষ্কৃতকারীরা রাস্তার পাশে পার্ক করে রাখা একটি মোটরবাইকে বোমা রেখেছিল। তা থেকেই বিস্ফোরণ ঘটে।

দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী এজাজ শাহ এক বিবৃতিতে বলেন, সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টির লক্ষ্যেই এ ধরনের হামলা করা হচ্ছে। তবে তাত্ক্ষণিকভাবে এ হামলার দায় কেউ স্বীকার করেনি।

এদিকে, পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান এ ঘটনায় নিন্দা জানিয়েছেন। এক টুইট বার্তায় তিনি এই হামলায় হতাহতদের জন্য গভীর শোক প্রকাশ করেছেন।


Post Top Ad

Responsive Ads Here