সময় সংবাদ ডেস্ক//
ইংল্যান্ডের বার্মিংহামে একটি প্লাস্টিক ফ্যাক্টরিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
সংবাদ সংস্থা বিবিসির খবরে জানা যায়, টাইসেলে ইন্ডাস্ট্রিয়াল এস্টেটের একটি প্লাস্টিক ফ্যাক্টরিতে এ আগুন লাগার ঘটনা ঘটেছে। এ ঘটনায় সেখানে কয়েক মাইল পর্যন্ত ঘন কালো ধোঁয়ায় ঢাকা পড়েছে আকাশ। আগুন লাগার পর পরই সেখানে অন্তত ১০০ জন দমকলকর্মী উদ্ধারকাজ শুরু করেন। তারা সোমবার রাতভর আগুন নিয়ন্ত্রণে চেষ্টা চালিয়েছেন।
ওয়েস্ট মিডল্যান্ডের দমকল বাহিনী জানিয়েছে, সোমবারের ওই অগ্নিকাণ্ডের পর রাত পর্যন্ত আগুন নেভাতে কাজ করেছেন দমকল কর্মীরা। স্থানীয় লোকজনকে ওই এলাকা এড়িয়ে যাওয়ার পরামর্শ দেয়া হয়েছে।
আগুনের ধোঁয়া এতো বেশি ছিল যে, সিটি সেন্টার, বার্মিংহাম বিমানবন্দর, হল গ্রিন এবং সলিহাল থেকেও ধোঁয়া দেখা গেছে। স্থানীয় লোকজনকে দরজা-জানালা বন্ধ করে রাখার নির্দেশ দেয়া হয়।
ওয়েস্ট মিডল্যান্ডের দমকল বাহিনী জানিয়েছে, সোমবার বিকেলে ওই অগ্নিকাণ্ডের পর ১০ টি ফায়ার ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছায়। তবে আগুনের ভয়াবহতা বেশি থাকায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আরো দমকল সদস্যদের ঘটনাস্থলে যোগ দিতে বলা হয়।