দেওয়ানগঞ্জে স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী নিহত - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

মঙ্গলবার, আগস্ট ১১, ২০২০

দেওয়ানগঞ্জে স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী নিহত


সময় সংবাদ ডেস্ক//
জামালপুরের দেওয়ানগঞ্জে স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী রুবিনা বেগম নিহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে।  

নিহত রুবিনা বেগমের বাবা ইদ্রিস আলী বলেন. চার বছর আগে পার্শ্ববর্তী দক্ষিণ গামারিয়া গ্রামের জয়নাল আবদীনের ছেলে খোরশেদ আলমের সঙ্গে রুবিনার বিয়ে হয়। বিয়ের পর থেকেই তাদের মধ্যে দাম্পত্য কলহ চলে আসছে। রুবিনার প্রথম একটি ছেলে সন্তান মারা যায়। দেড় মাস আগে তাদের ঘরে এক মেয়ে সন্তান জন্ম নেয়। মেয়ে হওয়ায় খোরশেদ আলম রুবিনার সঙ্গে প্রায়ই ঝগড়া করতো। 

তিনি আরো বলেন, রোববার রাতে খোরশেদের সঙ্গে রুবিনার মোবাইল ফোনে ঝগড়া হয়। ঝগড়াকে কেন্দ্র করে খোরশেদ আমার বাড়িতে এসে রাতে খাবারের সময় ধারালো ছুরি দিয়ে রুবিনার পেটে আঘাত করে। আহত অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় সোমবার ভোর ৪টা দিকে রুবিনা মারা যায়। 

দেওয়ানগঞ্জ মডেল থানার ওসি এমএম ময়নুল ইসলাম জানান, দাম্পত্য কলহকে কেন্দ্র করে হত্যার ঘটনা ঘটেছে। ময়নাতদন্তের জন্য মরদেহ ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হচ্ছে। এ ঘটনায় রুবিনার বাবা বাদী হয়ে সোমবার দুপুরে একটি হত্যা মামলা দায়ের করেছেন।  



Post Top Ad

Responsive Ads Here