গাজীপুরে হাসপাতালকে সাড়ে ৭ লাখ টাকা জরিমানা - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

মঙ্গলবার, আগস্ট ১১, ২০২০

গাজীপুরে হাসপাতালকে সাড়ে ৭ লাখ টাকা জরিমানা


সময় সংবাদ ডেস্ক//
গাজীপুর নগরীর চান্দনা চৌরাস্তা এলাকার সিটি মেডিকেল কলেজ হাসপাতালকে সাড়ে সাত লাখ টাকা জরিমানা করেছে র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত। একইসঙ্গে পার্শ্ববর্তী সেবা জেনারেল হসপিটালকে সাড়ে তিন লাখ টাকা জরিমানা করা হয়।

নানা অনিয়ম ও অব্যবস্থাপনার অভিযোগে সোমবার দুপুর থেকে বিকেল পর্যন্ত এ দুইটি হাসপাতালে অভিযান চালায় স্বাস্থ্য মন্ত্রণালয় গঠিত টাস্কফোর্স। অভিযানে নেতৃত্ব দেন র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার আলম।

নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার আলম বলেন, সিটি মেডিকেল কলেজ হাসপাতালটি লাইসেন্সবিহীন চলছিল। অপারেশন থিয়েটারে মেয়াদোত্তীর্ণ সার্জারি সরঞ্জাম ব্যবহার এবং বিভিন্ন অনিয়মের অভিযোগে এ হাসপাতালকে সাড়ে সাত লাখ টাকা জরিমানা করা হয়েছে।

তিনি বলেন, মন্ত্রণালয় যেহেতু ২৩ আগস্ট পর্যন্ত লাইসেন্স নবায়নের সময় দিয়েছে, তাই হাসপাতালটিকে সিলগালা করা হয়নি। তবে এ সময়ের মধ্যে নবায়ন না করলে ব্যবস্থা নেয়া হবে।


Post Top Ad

Responsive Ads Here