ইতালির নতুন রাষ্ট্রদূত শামীম আহসান - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

সোমবার, আগস্ট ২৪, ২০২০

ইতালির নতুন রাষ্ট্রদূত শামীম আহসান



সময় সংবাদ ডেস্ক//
ইতালিতে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে শামীম আহসানকে নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে সরকার। বর্তমানে নাইজেরিয়ায় বাংলাদেশের হাইকমিশনার হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি।

সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

জানা গেছে, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞানে স্নাতক ও স্নাতকোত্তর শামীম আহসানের জন্ম ১৯৬৬ সালের ১ সেপ্টেম্বর। তিনি বিসিএস ১১তম ব্যাচের পেশাদার কূটনীতিক হিসেবে ১৯৯৩ সালের এপ্রিলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে যোগ দেন।

পরে ২০১৪ সালের এপ্রিলে নিউইয়র্কের কনসাল জেনারেল হিসেবে নিয়োগ পাওয়ার আগে তিনি ওয়াশিংটন ডিসি, রোম, নাইরোবি, দোহা ও কুয়েতসহ বিভিন্ন শহরে বাংলাদেশের মিশনে দায়িত্ব পালন করেন।

এছাড়া শামীম আহসান ন্যাশনাল ডিফেন্স কলেজ থেকে নিরাপত্তা, কৌশল ও উন্নয়ন বিষয়ে ন্যাশনাল ডিফেন্স কোর্সও (এনডিসি) সম্পন্ন করেছেন। 

Post Top Ad

Responsive Ads Here