ছেলে ও তার প্রেমিকাকে হত্যা করলো বাবা! - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

সোমবার, আগস্ট ২৪, ২০২০

ছেলে ও তার প্রেমিকাকে হত্যা করলো বাবা!

সময় সংবাদ ডেস্ক//
ছেলে ও তার প্রেমিকাকে হত্যার অভিযোগ উঠেছে এক বাবার বিরুদ্ধে। শনিবার অস্ট্রেলিয়ার দক্ষিণাঞ্চলে এ ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকেই ৪৬ বছর বয়সী অভিযুক্তকে আটক করেছে পুলিশ। সোমবার তার বিরুদ্ধে আদালতে মামলা হয়েছে।

ডেইলি মেইলর প্রতিবেদন অনুসারে, পুলিশ ধারণা করছে, অভিযুক্ত ব্যক্তি যাদের গুলি চালিয়ে হত্যা করেছেন, তাদের একজন ওই ব্যক্তির ছেলে এবং অন্যজন তার প্রেমিকা। ঘটনাস্থলেই দুইজনের মৃত্যু হয়েছে। তাদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। 

পুলিশ বলছে, প্রেমিকাকে নিয়ে পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করতে গিয়েছিল ১৮ বছরের কিশোর। পরে জমি নিয়ে দ্বন্দ্বে তাদের গুলি করে হত্যা করা হয়। এ ব্যাপারে তদন্ত চলছে।



Post Top Ad

Responsive Ads Here