মেহের আমজাদ,মেহেরপুর //
জাতীয় শোক দিবস উপলক্ষে আগস্ট মাসব্যাপী মেহেরপুর জেলা যুবলীগের উদ্যোগে দুঃস্থ,অসহায় ও পথশিশুদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। মাসব্যাপী খাদ্যসামগ্রী বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন মেহেরপুর জেলা যুবলীগের আহবায়ক ও পৌর মেয়র মাহফুজুর রহমান রিটন। কেন্দ্রীয যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক আলহাজ্ব মাইনুল হোসেন খান নিখিল এর নির্দেশনায় গতকাল শনিবার দুপুরে পৌর কমিউনিটি সেন্টারের সামনে অটোচালক,বিক্সা চালক,পথশিশু দুঃস্থ ও অসহায়দের মাঝে খাদ্য সামগ্রী বিতরন করা হয়। এ সময় জেলা যুবলীগের আহবায়ক ও পৌর মেয়র বলেন, বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ মাইনুল হোসেন খান নিখিলের নির্দেশনা অনুযায়ী জেলা যুবলীগের আয়োজনে আগস্ট এর পুরো মাসব্যাপী কর্মসূচির ধারাবাহিকতায় দুঃস্থ,অসহায় পথশিশু ও দরিদ্র মানুষের মাঝে খাবার বিতরণ কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন জেলা যুবলীগের আহবায়ক কমিটির সদস্য সাজেদুর রহমান সাজু, সাবেক ছাত্রনেতা হাসানুজ্জমান হিলন, জেলা যুবলীগের সদস্য আমানুর রহমান সোহেল, ইয়ানুস আলী, শেখ শারাফাত, সাইফুল ইসলাম উজ্জল, মেজবাহউদ্দিন,জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক জুয়েল রানা সহ জেলা যুবলীগের নেতাকর্মীরা।