নব্য জেএমবির শীর্ষ নেতাসহ আটক ৫ - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

মঙ্গলবার, আগস্ট ১১, ২০২০

নব্য জেএমবির শীর্ষ নেতাসহ আটক ৫


সময় সংবাদ ডেস্ক//
সিলেটে নব্য জেএমবির পাঁচ সদস্যকে আটক করা হয়েছে। আটকদের মধ্যে সিলেট সেক্টর কমান্ডার রয়েছেন। রোববার রাতে নগরীর মিরাবাজারের উদ্দীপন ৫১ নম্বর বাসা থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন- নাইমুজ্জামান, সায়েম ও সাদি। বাকি দুজনের নাম এখনো জানা যায়নি। এদের মধ্যে নাইমুজ্জামান নব্য জেএমবির সিলেটের আঞ্চলিক কমান্ডার বলে জানা গেছে।

মঙ্গলবার ভোর পর্যন্ত বাকি চারজনকে নগরী ও শহরতলির বিভিন্ন স্থান থেকে আটক করে ঢাকা থেকে আসা পুলিশের বিশেষ একটি ইউনিট।

আটক সায়েম মদনমোহন কলেজের ছাত্র, সাদি ও নাইমুজ্জামান শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইমের (সিটিটিসি) উপকমিশনার (ডিসি) সাইফুল ইসলাম অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, সিলেটে আমাদের একটি টিম গেছে। গ্রেফতারদের ঢাকায় এনে জিজ্ঞাসাবাদের পর পুরো বিষয়টি বলা যাবে।

২৪ জুলাই রাত ১০টার দিকে পল্টন পুলিশ বক্সের ২০০ গজ দূরে একটি বোমা বিস্ফোরিত হয়। তবে ওই ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। পরে বিষয়টি গুরুত্বপূর্ণ হিসেবে তদন্ত শুরু করে পুলিশ। 

পল্টনের বোমা বিস্ফোরণের আগেও বিভিন্ন পুলিশ বক্স লক্ষ্য করে কয়েকটি বোমা বিস্ফোরণ ঘটে। ওইসব ঘটনার সঙ্গে পল্টনের বিস্ফোরণের মিল রয়েছে কিনা  তা খতিয়ে দেখতে নব্য জেএমবির ৫ সদস্যকে গ্রেফতার করা হয়েছে।


Post Top Ad

Responsive Ads Here