সময় সংবাদ ডেস্ক//
কক্সবাজারের টেকনাফে পুলিশের গুলিতে নিহত অবসরপ্রাপ্ত মেজর সিনহা মো. রাশেদ খানের হত্যা মামলায় তিনজনকে গ্রেফতার করেছে র্যাব।
গ্রেফতাররা হলো- মো. আয়াছ, মো. নুরুল আমিন এবং মো. নাজিমুদ্দিন।
মঙ্গলবার দপুর ২টায় কক্সবাজারের বাহারছড়া এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয় বলে নিশ্চিত করেছেন র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক লেফটেন্যান্ট কর্নেল আশিক বিল্লাহ।
তিনি আরো বলেন, গ্রেফতার সবাই বাহারছড়া এলাকার বাসিন্দা। তাদের আদালতে সোপর্দ করা হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ড আবেদন করা হবে বলেও জানান তিনি।

