সময় সংবাদ ডেস্ক//
যুক্তরাষ্ট্রের বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দেশটির জন্য ‘ভুল প্রেসিডেন্ট’ বলে মন্তব্য করেছেন সাবেক মার্কিন ফার্স্ট লেডি মিশেল ওবামা।
সোমবার ডেমোক্র্যাটিক পার্টির সপ্তাহব্যাপী জাতীয় কনভেনশনের প্রথম দিনে দেয়া বক্তব্যে তিনি এই মন্তব্য করেন।
মিশেল ওবামা বলেন, ‘ট্রাম্পকে তার দায়িত্ব পালনের জন্যে অনেক সময় দেয়া হয়েছে। কিন্তু, এটা পরিষ্কার যে তিনি সময়ের চাহিদা মেটাতে পারেননি।’
একই সঙ্গে তিনি সাবেক ভাইস-প্রেসিডেন্ট জো বাইডেনের পক্ষে দলীয় মনোনয়নের জন্যে ডেমোক্রেটিক দলের সমর্থন চান।
নিউইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়, মিশেল ওবামা তার আবেগঘন বক্তব্যে বলেন, ‘আমরা জো বাইডেনকে ভোট দিতে চাই। কেননা, আমাদের জীবন এর ওপর নির্ভর করছে।’
বর্তমান প্রেসিডেন্ট ও ক্ষমতাসীন রিপাবলিকান দলের প্রার্থী ডোনাল্ড ট্রাম্পকে ‘বিশৃঙ্খলা’ ও ‘বিভেদ’ সৃষ্টিকারী হিসেবে আখ্যা দিয়ে মিশেল ওবামা বলেন, ‘তার শাসনব্যবস্থা জনমনে স্বস্তি তৈরিতে সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে।’
সাবেক ফার্স্ট লেডি ২০১৬ সালের নির্বাচনে ট্রাম্পের বিজয় নিয়েও প্রশ্ন তোলেন।
তিনি তার বক্তব্যে ট্রাম্পকে ক্রমাগত আক্রমণ করেন। ট্রাম্পকে ‘শ্বেতাঙ্গ আধিপত্যের মশালবাহক’ হিসেবেও অভিহীত করেন মিশেল।
তার অভিযোগ, বর্ণবাদবিরোধী আন্দোলনকে যুক্তরাষ্ট্র সরকার এখনো উপহাসের পাত্র হিসেবে বিবেচনা করে। তিনি বলেন, ‘আমরা হোয়াইট হাউজে কিছু নেতৃত্ব, সান্ত্বনা, বা স্থিরতার প্রতীক দেখতে চাই। কিন্তু আমরা এর পরিবর্তে দেখছি বিশৃঙ্খলা, বিভক্তি এবং চরমভাবে সমানানুভূতির অভাব। আমি পরিষ্কারভাবে বলছি ডোনাল্ড ট্রাম্প আমাদের দেশের জন্য ভুল প্রেসিডেন্ট।’
এছাড়া মহামারি করোনাভাইরাসের প্রভাবে যুক্তরাষ্ট্রে চলা অর্থনৈতিক মন্দার কথা উল্লেখ করে তিনি বলেন, ‘একটি ভাইরাসের কারণে আমাদের অর্থনীতি প্রায় থমকে গেছে। আর এই প্রেসিডেন্ট সে ভাইরাসকে দীর্ঘসময় ধরে অবজ্ঞা করে গেছেন।’