সিনহা হত্যা; এপিবিএন’র ৩ সদস্যের সাতদিনের রিমান্ড মঞ্জুর - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

মঙ্গলবার, আগস্ট ১৮, ২০২০

সিনহা হত্যা; এপিবিএন’র ৩ সদস্যের সাতদিনের রিমান্ড মঞ্জুর

সময় সংবাদ ডেস্ক//
অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যার ঘটনায় এপিবিএন’র তিন সদস্যের ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

মঙ্গলবার বেলা ১১টার দিকে তাদের কক্সবাজার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ডের আবেদন করে র‍্যাব। আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত সাতদিনের রিমান্ড মঞ্জুর করেন। এর আগে সোমবার রাতে তাদের জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়।

র‍্যাবের গণমাধ্যম শাখার প্রধান ল্যাফটেনেন্ট কর্নেল আশিক বিল্লাহ খবরটির সত্যতা নিশ্চিত করেছেন।

গ্রেফতাররা হলেন- কক্সবাজার ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়নের উপপরিদর্শক শাহজাহান, কনস্টেবল রাজিব ও আব্দুল্লাহ। এরা তিনজনই ৩১ জুলাই রাতে শামলাপুর এপিবিএন'র চেকপোস্টে দায়িত্বরত ছিলেন।

গতকাল সোমবার বিকেলে টেকনাফের বাহারছড়া শামলাপুরে মেজর সিনহা হত্যার ঘটনাস্থল পরিদর্শন করেন র‍্যাব মহাপরিচালক (ডিজি) চৌধুরী আবদুল্লাহ আল মামুন।

এ সময় তিনি সাংবাদিকেদের জানান, অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খানের গাড়ি যখন শামলাপুর চেকপোস্টে থামানো হয়, তখন গাড়ি থেকে নেমে হাত তুলে হাঁটু গেড়ে বসেন তিনি। তার হাতে কোনো অস্ত্র ছিল না।



Post Top Ad

Responsive Ads Here