ফরিদপুরে পৃথক ঘটনায় স্বামী-স্ত্রী সহ তিনজনের মৃত্যু - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

মঙ্গলবার, আগস্ট ১৮, ২০২০

ফরিদপুরে পৃথক ঘটনায় স্বামী-স্ত্রী সহ তিনজনের মৃত্যু



ফরিদপুর প্রতিনিধি :   
ফরিদপুরের সালথায় বিদ্যুৎ স্পৃষ্টে স্বামী-স্ত্রী ও শহরের একটি নির্মানাধীন ভবন থেকে এক কিশোরের লাশ উদ্ধার করেছে পুলিশ।  

ফরিদপুরের সালথায় রব্বান মল্লিক (৫৫) ও তার স্ত্রী হাসি বেগম (৪৮) বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মারা গেছে। মঙ্গলবার ভোর সাড়ে ৫টার দিকে উপজেলার যদুনন্দী ইউনিয়নের বড়খারদিয়া কাজীপাড়া গ্রামে এঘটনা ঘটে। রব্বান মল্লিক ওই গ্রামের মৃত ধলা মল্লিকের ছেলে। 

সালথা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আলী জিন্নাহ জানান, মঙ্গলবার ভোর রাত আনুমাণিক সাড়ে ৫টার দিকে বড়খারদিয়া কাজীপাড়া গ্রামের রব্বান মল্লিক মাছধরা জাল উঠাইতে বাড়ির পাশে নদীতে যাচ্ছিলো। এসময় বিদ্যুতের ছিড়ে পড়ে থাকা মেইন তারের সাথে রব্বানের পায়ে জড়িয়ে পড়লে চিৎকার দেয় সে। তার চিৎকারে স্ত্রী হাসি বেগম দৌড়ে গিয়ে ছাড়াতে গেলে সেও বিদ্যুতের তারের সাথে জড়িয়ে পড়ে ঘটনাস্থলেই তারা স্বামী-স্ত্রী দুজনেই মারা যায়। 
অপরদিকে শহরের দক্ষিন ঝিলটুলি এলাকার নিার্মনাধীন প্রফেসর টাওয়ারের ১১ তলার একটি কক্ষ থেকে হোটেল শ্রমিক সাব্বির(১৩) নামে এক কিশোরের লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত সাব্বির সদর উপজেলার কানাইপুর ইউনিয়নের মালিঙ্গা গ্রামের মৃত ছেরমান মোল্লার পুত্র। সে শহরে দক্ষিন ঝিলটুলি এলাকায় একটি ভাড়া বাসায় থেকে হোটেলে কাজ করতো।  

পুলিশ জানায়, সাব্বির সোমবার বিকেল থেকে নিখোঁজ ছিলো। মঙ্গলবার সকাল ১১টার দিকে ওই টাওয়ারে কাজ করতে গিয়ে শ্রমিকরা তার লাশটি দেখতে পায়। পরে পুলিশ কে খবর দিলে পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে। পুলিশের ধারনা সাব্বিরকে কেবা কারা ওখানে মেরে রেখেগেছে। লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরন করা হয়েছে। 

Post Top Ad

Responsive Ads Here