সময় সংবাদ ডেস্ক//
গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার ভাটিয়াপাড়া গোল চত্বরে ইমাদ পরিবহনের একটি বাস থেকে সোমবার রাতে দেশীয় অস্ত্রসহ ৭ জনকে আটক করেছে পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন কাশিয়ানী থানার ওসি আজিজুর রহমান।
পুলিশ জানায়, গোপান সংবাদের ভিত্তিতে ভাঙ্গা হাইওয়ে থানা, গোপীনাথপুর পুলিশ ফাঁড়ি ও কাশিয়ানী থানা পুলিশের যৌথ অভিযানে রাত পৌনে ১টার দিকে সাতটি দেশীয় অস্ত্রসহ ৭ জনকে আটক করা হয়।
ইমাদ পরিবহনের সুপার ভাইজার মো. নুরুল ইসলাম জানায়, রাত সাড়ে ১০টার দিকে খুলনার দুটি কাউন্টার থেকে আটককৃত ৭ জন যাত্রী ঢাকার উদ্দেশ্যে বাসে ওঠে। তাদের গতিবিধি সন্দেহজনক মনে হলে ফকিরহাট নেমে ভাঙ্গা হাইওয়ে থানার ওসিকে জানানো হয়। এরপর ভাটিয়াপাড়া থেকে তাদের অস্ত্রসহ আটক করা হয়।

