গোপালগ‌ঞ্জে যাত্রীবাহী বাস থেকে অস্ত্রসহ সাতজন আটক - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

মঙ্গলবার, আগস্ট ২৫, ২০২০

গোপালগ‌ঞ্জে যাত্রীবাহী বাস থেকে অস্ত্রসহ সাতজন আটক

সময় সংবাদ ডেস্ক//
‌গোপালগ‌ঞ্জের কা‌শিয়ানী উপ‌জেলার ভাটিয়াপাড়া গোল চত্বরে ইমাদ পরিবহনের একটি বাস থেকে সোমবার রাতে দেশীয় অস্ত্রসহ ৭ জন‌কে আটক ক‌রে‌ছে পু‌লিশ। বিষয়‌টি নি‌শ্চিত ক‌রে‌ছেন কা‌শিয়ানী থানার ওসি আজিজুর রহমান।

পু‌লিশ জানায়, গোপান সংবা‌দের ভি‌ত্তি‌তে ভাঙ্গা হাইও‌য়ে থানা, গোপীনাথপুর পু‌লিশ ফাঁড়ি ও কাশিয়ানী থানা পুলিশের যৌথ অভিযানে রাত পৌ‌নে ১টার দিকে সাতটি দেশীয় অস্ত্রসহ ৭ জন‌কে আটক ক‌রা হয়।  

ইমাদ প‌রিবহ‌নের সুপার ভাইজার মো. নুরুল ইসলাম জানায়, রাত সা‌ড়ে ১০টার দি‌কে খুলনার দু‌টি কাউন্টার থে‌কে আটককৃত ৭ জন যাত্রী ঢাকার উদ্দেশ্যে বাসে ওঠে। তা‌দের গ‌তি‌বি‌ধি স‌ন্দেহজনক ম‌নে হ‌লে ফ‌কিরহাট নে‌মে ভাঙ্গা হাইও‌য়ে থানার ওসিকে জানানো হয়। এরপর ভাটিয়াপাড়া থে‌কে তাদের অস্ত্রসহ আটক করা হয়।  


Post Top Ad

Responsive Ads Here