সময় সংবাদ ডেস্ক//
নড়াইলের কামালপ্রতাপ গ্রামে আ. রাজ্জাক মল্লিক নামে সাবেক ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার সন্ধ্যার পর এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, সদরের বাশগ্রাম ইউপির কামালপ্রতাপ গ্রামের আব্দুর রাজ্জাক মল্লিক সোমবার সন্ধ্যায় বাড়ির পূর্বপাশের ঘরে মাগরিবের নামাজ শেষে কোরআন শরীফ পাঠ করছিলেন। অন্ধকারে দুর্বৃত্তরা ঘরে প্রবেশ করে এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যায়। পরে স্ত্রীর চিৎকার শুনে আশেপাশের লোকজন এগিয়ে এসে পুলিশে খবর দেয়।
নড়াইল সদর থানার ওসি ইলিয়াস হোসেন পিপিএম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহতের ঘাড়ে কোপের চিহ্ন রয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ নড়াইল সদর হাসপাতালে পাঠানো হচ্ছে। জড়িতদের আটকের চেষ্টা করা হচ্ছে।

